আমাদের কথা খুঁজে নিন

   

বুলবুলের ইস্তেহার, লিটনের প্রচারণা

এ সময় তিনি বিগত পাঁচ বছরে নগর ভবনের দুর্নীতি-অনিয়মের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন ২০ দফার ইস্তেহারে। ।
মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ফোরামের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইস্তেহার তুলে ধরেন বুলবুল।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক হারুন অব রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী উপস্থিত ছিলেন।
পরে বুলবুল নগরীর সাহেববাজার এলাকায় গণসংযোগ করেন।


অপরদিকে, নগর ভবন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়সহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও নওদাপাড়া এলাকায় গণসংযোগ করেন নাগরিক কমিটির প্রার্থী ও মহাজোট নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং আরো একবার ভোট দিতে অনুরোধ জানান লিটন।
এদিকে, আচারণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা।
সকালে মহানগরীর সিএ্যান্ডবি মোড়ের দরবার হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন।

এতে রিটানিং অফিসার ও উপ-নির্বাচন কমিশনার শুভাস চন্দ্র সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.