আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ফোনের দুটি ক্যাম্পেইন-এর উৎস (অবনি অনার্যের লেখা থেকে)

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

বাংলায় গড়ি ফেসবুক। বাংলায় ফেসবুক অনুবাদের কৃতিত্ব নিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন। এবার তাদের ট্যাগলাইন "কাছে থাকুন" নিয়ে প্রশ্ন উঠেছে। কাছে থাকুন থিমটি ধার করা হয়েছে অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। আর তাদেরই নেটওয়ার্ক নিয়ে আরেকটি ক্যাম্পেইন "আপনাকে কাছে রাখতেই আমাদের এত দুর আসা" এটি চুরি করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি বিজ্ঞাপন থেকে। গ্রামীনফোন এই দুটি ক্যাম্পেইনই করেছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং লিঃ। ছবিতে দেখা যাচ্ছে একজনকে চোখ আটকে রাখা হয়েছে। ঠিক একই ভাবে তারা(গ্রামীনফোন ও গ্রে) সাধারন জনগনকে অন্ধকারে রেখেছে। বিস্তারিত পড়ুন ফেসবুকে অবনি অনার্যের লেখা দুটি নোট থেকে: গ্রামীণ ফোনের “কাছে থাকুন” ক্যাম্পেইন-এর উৎস‌ গ্রামীণ ফোনের আরেকটি থিম : “আপনাকে কাছে রাখতেই আমাদের এতদূর আসা”...এটাও সরাসরি অনূদিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.