joker never smile! আমাদের কিছুদিন আগে বি.বি.এস (পাস) ফাইনাল ইয়ার পরিক্ষা শেষ হল এখন আমি পুরোপুরো বেকার... চিন্তা করলাম এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় (ও ভাল কথা আমি একজন ফ্রাসটেটেড wanabe ফ্রিল্যান্সার চেষ্টা তেমন কিছুই করি নি, মাইক্সোওয়াক্সাস পর্যন্তই আমার দৌড় শেষ আর এর মাঝে একটা মলম কোম্পানি clubasteria র কাছ থেকে ধরা খাওয়া...সো অনলাইন এর মুলার পেছনে আর সময় টাকা ঢালতে চাই না ...যদিও আমি সারাদিন ই অনলাইন এ পড়ে থাকি,যদি এখন ও ভাল কোন সুযোগ পাই অনলাইন এ ট্রাই করব ),সে জন্যই এ লেখাটা লিখলাম ....আমার কাছে সবচেয়ে সহজ করা সম্ভব + শিক্ষক রা যে সাজেশন দেন সেটা সেটা হল মাস্টার্স পড়া (২বছর লাগবে)...বিদেশ যেয়ে এমবিএ করতে বলে অনেকে আমার ইচ্ছাও আছে কিন্তু ভয় হয় এতটাকা দিয়ে গেলাম এরপরে যদি টাকাই না আনতে পারি + সেখানে থাকতে পারাটা ও আমার জন্য একটা বড় চ্যালেন্জ (কলেজ লাইফ এ বিএনসিসি র ক্যাম্প করতে গিয়ে বুজেছি আমি কতটা হোম সিক ...পোলাপান করে আনন্দ আর আমার আসে মনে মনে কান্না )... এখন মেইন যেটার জন্য এই পোস্ট টা লিখেছি সেটা হল আই.বি.এ র এমবিএ... আইবিএ র এমবি এর পিপারেশন নিতে হলে {জানি অনেক এ এখন বলবেন ডিগ্রী পরে আইবিএ!!(আমি এ.সি.সি.এ করার জন্য সি.এ.টি এ অনেক টাকা অপচয় করেছি কাজের কাজ কিছুই হয়নি ... ভাগ্য ভাল ডিগ্রীতে ভর্তি হয়েছিলাম না হলে এইচ.এস.সি পাস হয়ে থাকতাম.. আর আমার ডিগ্রী র রেজাল্ট ২য় ডিভিশন আসবে ইনশাল্লাহ ১ম ডিভিশন এর ধারে কাছও যাবেনা...আমার এস।এস.সি ৪.৩১ এইচ.এস.সি ৪.৭০) কিন্তু ট্টাই করতে সমস্যা কি সেই জন্য এটলিস্ট চেষ্টা করতে চাই } আমাকে কি করতে হবে সেটা ডিটেইলস এ জানালে উপকৃত হব ...আর কোচিং করলে কোনটা ভাল হবে ?আমি শুনলাম যে সাইফুরস নাকি ভাল আইবিএ র জন্য আর বলে রাখা ভাল আমার গণিত বরাবর ই জগন্য ইংরেজি তারপরেও একটু ভরসা পাই ....আর আইবিএ র পরে ভাল এমবিএ কাদের (মানে আইবিএ তে চান্স না পেলে কোথায় কোথায় ট্রাই করা উচিত)? ও আমার আলটিমেট লক্ষ্য হল ব্যাবসা করে বড়লোক হওয়া ....আমি উপরে যা লিখেছি একবারে লিখেছি এবং ভুল থাকতে পারে আর আমি আমার প্লানিং বললাম আপনারা আপনাদের মত করে সাজেশন দিন...আমার জায়গায় আপনি থাকলে কি করতেন/আপনার মত করে যে সাজেশন ভাল লাগে সেটা দিন..আর আরও কোন ডিটেইলস আমার সম্পর্কে জানার প্রয়োজন হলে দয়া করে আমাকে জানান...ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।