কাজের ধরন
একজন মেডিকেল ফিজিশিষ্ট এটা নিশ্চিত করেন কিভাবে একজন রোগীকে নিরাপদ ও সর্বোচ্চ সঠিক উপায়ে রেডিয়েশন দেয়া যায় ট্রিটমেন্ট ও ডায়াগনোসিস এর ক্ষেত্রে । একজন মেডিকেল ফিজিশিষ্ট এটাও নিশ্চিত করেন যে একজন রোগী যেন কোনভাবেই অতিরিক্ত রেডিয়েশন না পায় রেডিও একটিভ বস্তু থেকে । এছাড়াও একজন মেডিকেল ফিজিশিষ্ট এটা নিশ্চিত করেন যে মেশিন সঠিক ভাবে চলছে এবং সঠিক নিয়মে এটাকে পরিচালিত করা হচ্ছে যাতে করে রোগীর ট্রিটমেন্ট এর ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায় । একজন মেডিকেল ফিজিশিষ্ট এর দায়িত্ব সাধারণত দুই ভাগে বিভক্ত । যথা ডায়াগনস্টিক রেডিওলোজী ( ইমেজিং ) এবং রেডিয়েশন অনকোলজি ।
একজন মেডিকেল ফিজিশিষ্ট আরো যেসব কাজ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বিম মেজারমেনট এবং কোয়ালিটি এসুরেন্স , ট্রিটমেন্ট প্ল্যানিং , পেসেনট পজিশনিং ইত্যাদি ।
যোগ্যতা
একজন মেডিকেল ফিজিশিষ্টকে রেডিয়েশন সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে মেডিকেল এর ক্ষেত্রে । যোগাযোগ দক্ষতা থাকতে হবে । কারণ একজন মেডিকেল ফিজিশিষ্টকে অনকোলজিসট , থেরাপিসট , নার্স এবং ডোজিমেটরিষ্ট সহ রোগীর সাথে অনবরত যোগাযোগ রাখতে হয় । মেডিকেল ফিজিশিষ্ট একজন রোগীর মনে আশা জাগিয়ে তুলতে পারেন তার দক্ষতা দিয়ে যে তিনি( রোগী ) আরও অনেক দিন বাঁচবেন ।
কিন্তু একজন মেডিকেল ফিজিশিষ্টকে এটাও মনে রাখতে হবে যে তার একটি ভুল একটি মানুষের জীবনকে বিপন্ন করতে পারে ।
আয়
একজন মেডিকেল ফিজিশিষ্ট এর আয় $১৪০০০০ এবং $২৫০০০০ যিনি কিনা বোর্ড কর্তৃক স্বীকৃত এবং এটা নির্ভর করে কাজের অভিজ্ঞতা বোর্ডের স্বীকৃতি লাভের পর থেকে ।
পড়ার সুযোগ
বাংলাদেশে গণ বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয় মেডিক্যাল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর আওতায় । যার জন্য সর্বমোট খরচ দুই লাখ দশ হাজার টাকা । এটি চার বছরের একটি বি এস সি কোর্স ।
সেমিস্টার ভিত্তিক পড়ানো হয় । বছরে দুটি সেমিস্টার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।