ami onekkkkkkkkk onek olosh
আজকে আমি একটি স্পর্শ কাতর ব্যাপার নিয়া আলোচনা করব। এই ব্লগ এ অনেক ডাক্তার আছেন। আমি মেডিকেল র কিছু জানি না। তবে আজকে একটা ব্যাপার নিয়া ডাক্তার দের কাছে জানতে চাই যে নরমাল delivery তে আমাদের ডাক্তার দের কেন এত অবহেলা? হুম সেখানে টাকার পরিমান বেশি লাগে আর সময় কম লাগে। তবে একজন pregnant মহিলার যদি সব কিছু নরমাল থাকে তাহলে কেন c-section করাবে।
আমি আজকে আকুল হইএ এমন কন ও ডাক্তার র এড্রেস চাই যে সৎ আর নরমাল ডেলিভারি কে প্রাধান্য দেই। ঢাকাতে কি আমাকে বলবেন কোথাও নরমাল delivery প্রাধান্য দেই/ কিম্বা এমন কোন ও clinic আছে যেখানে সত্যি রুগীর যত্ন নেয়া হয়।
আমি কি যে দুশ্চিন্তার ভিতর দিয়া দিনগুলা ......। আসসা আপানারা কি আমাকে ভাল কোন সমাধান দিতে পারবেন আমি কোথাও যোগাযোগ করতে পারি। সরকারি মেডিকেল এ যেতে পারি কিন্তু ওদের ওখানে সব ওপেন।
আমি যতদূর জানি (আমার ভুল হতে পারে) সরকারিতে আলাদা রুম নেই। আরেক টা কথা বলি আমি থাকি উত্তরাতে। আর বাংলাদেশ মেডিকেল কেমন?
আপানরা যদি আমাকে দয়া করে পরামর্শ দেন আমি নিজিকে ধন্য মনে করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।