জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব
মা
“মা” একটি মাত্র শব্দ কিন্তু কত বড়ই না তার ব্যাপ্তি!
পৃথিবীর সবচেয়ে বড় অভাগা সেই সন্তান যে মা ডাকতে পারেনি,
অভাগা সেই নারী যে মা ডাক শুনতে পারেনি।
মা-তে বিশ্ব মা-তে সুখ
মা-তে আবদার মা-তে আশার বুক।
সেই মা অর্থাৎ নারী জাতিকে নিয়ে রাজনীতি করছে কিছু ধর্ম ব্যবসায়ী !!
মা যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালবাসা হয় তবে মায়ের অধিকার নিয়ে এতো অবহেলা কেন?
যদি মাকে ভালবাস তবে সকল নারীকে তার প্রাপ্য অধিকার দাও।।
মা দিবসে এই হোক প্রার্থনা।
বিশ্বের সকল মায়ের প্রতি অকৃত্রিম ভালবাসা।
অনুপম রায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।