আমাদের কথা খুঁজে নিন

   

একটি মায়রে বাপ এনার্জি ব্লগ (পড়েন,মনে পুষ্টি পাবেন)

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

আমাদের মধ্যে অনেক ভাই বেরাদার আছেন যারা বন্ধুর লালগাড়ী দেখে কষ্ট পান। আরে মিয়া কখনো চিন্তা করেছেন যে আপনি কোন পজিসন থেকে আজকের এই পজিশন এ এসেছেন? আর আপনার বন্ধু কোন পজিশন থেকে এই পজিশন এ এসেছে? একটু ভেবে দেখুন আপনার ওরিজিন আর কারেন্ট পজিশজন এর দুরত্ব টা বন্ধুর চেয়ে অনেকটা বেশি। আপনার সারভাইভাল ক্ষমতাও তার চেয়ে বেশি। আপনার বন্ধু যদি আপনার সাথে ফাপ্পর মাইরা জিগায়…"কিরে ক তো থান্ডার বল্ট কই?" আপনি উলটা প্রশ্ন করবেন বলতো "ফার্মগেটে পাবলিক টয়লেট কই?" প্রশ্ন কইরা থামবেন না…তারপর আপনার প্রশ্নের উত্তর জানার গুরুত্ব টা বুঝায় দিবেন।

বন্ধুর লাল গাড়ি দেখে আমরা অযথা বাড়িতে খবর দেই…"আরো ট্যেকা লাগবো,এই ট্যাকায় ঢাকা শহরে চলেনা" । বাবা মায়ের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে লাভ কি? কিন্তু ভেবে দেখেন দাদা আপনি ইচ্ছে করলেই টু-পাস ইনকাম করতে পারেন। কিন্তু আপনার বন্ধু সেই মাম্মি ড্যাডির ছেলেটা পারবে না। আল্লাহ না করুক যদি ওর বাপ ঠাডা পইরা মইরা যায় তবে ও ২ মাস গাড়ীর পার্টস বেইচা খাইতে পারবো,তারপর ওর কেরামতি শেষ। কিন্তু আপনি!!!? আপনার পতন ঘটাতে শুধু আপনিই পারেন আর কেউ না! ধরেন এবার আপনার বন্ধু লাল গাড়ী রাইখা বিদেশে গেল পড়াশোনা করতে।

আপনি স্পন্সর জোগাইতে পারেন নাই…বাপেরে গাইল্লায়া বইসা আছেন মন খারাপ কইরা। আরে মিয়া…খেয়াল করলে দেখবেন আমাদের ভাই বেরাদারদের দেয়ালে পিঠ না ঠেকলে কিন্তু কেউ বিদেশ যাইবার চিন্তা করেনা। (WITH DUE RESPECT TO অল THE REMITTANCE EARNERS) ওই মিয়া…আপনার কি ওইরকম কিছু হইছে নাকি? আরেক কাহিনী জানেন নাকি? UK,USA, Canada এর ভদ্দর লোকেরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেসিস্ট। আপনি ডিপার্টমেন্টাল স্টোরে বেশি ক্ষন দাড়াইতে পারবেন আপনার কালা চামড়ার জন্য। সেলস এক্সিকিউটিভ আপনার আশে পাশে ঘুর ঘুর করবে আপনি চুরি করছেন কিনা দেখার জন্য।

আপনাকে ভদ্র ভাষায় বলবে স্যার আপনার আর কিছু কেনার না থাকলে প্লিজ স্টোর ত্যাগ করেন। কারন আপনি যতখক্ষন না পর্যন্ত বের হবেন…আর কোন নেটিভ লোক দোকানে ঢূকবে না। কি ভেবে জানেন? আপনি এখানে শপিং করেন…ও এখানে করবে কেন? ওর একটা ইজ্জত আছে না? লাস্ট কথা রে ভাই…একটা ফার্স্ট ক্লাস দেশে থার্ড ক্লাস নাগরিক হয়ে বেচে থাকার চেয়ে থার্ড ক্লাস দেশে ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে বেচে থাকা অনেক ভাল। এই এ্যটিচুড রাখেন, আপনাকে আর আপনার দেশ কে আর ঠেকায় কে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.