মাটি ও মানুষের বন্দনায়...
বহুকাল গত
দুবাহু মেলে ভিজিনি বৃষ্টিতে।
বর্ষা এলো, প্রবল বর্ষণে ভাসালো সব, ভেজালো।
আমি ভিজিনি। তোমার শূন্যতায়।
জ্যোস্না রাত ফিরে ফিরে আসে
মাতাল আবহে ডাকে,
মাথার' পরে ভরা চাঁদ অস্ফূট স্বরে কাঁদে
করে আর্তনাদ।
আমি নিরুত্তাপ। পাশে তুমি নেই বলে।
জোনাকির মিটিমিটি আলো
ঝিঁ ঝিঁ পোকার শব্দও
শ্রুত হয়ে ওঠে আর
তুমি বিহনে।
কথা দিয়েছি ওদের
ফিরে আসার; বৃষ্টিতে ভেজার
জ্যোস্না রাতে, ঝিঁ ঝিঁ পোকার গানে
জোনাকি আলো দেখার।
তোমাকে পাশে পেলেই তবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।