মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো
দেশের সবচেয়ে জনপ্রিয়(!!!!) ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে। অনেক রক্তক্ষয়ী গবেষণার পর তারা ডানা ছাড়াই আকাশে উড়ার পদ্ধতি আবিস্কার করেছে। ছাত্রলীগের ডানা ছাড়াই আকাশে উড়ার এ প্রজেক্টের শুরু আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরেই। গোপনে গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ছাত্রলীগ এ গবেষণা শুরু করে।
দুই-তিন বছর গবেষণার পর এ বছর পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। কিন্তু নিউটনের মধ্যাকর্ষণ সূত্র মাথায় না রাখায় কেউ উড্ডয়নে সফল হয়নি যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হলের তৃতীয় তলা থেকে নিচে পড়ে অনেক ছাত্রকে আহত হতে দেখা গেছে। বেকুব সাংবাদিকরা এটাকে অন্তকলহ বলে প্রচার করে তারা জানলোই না দেশের কি উপকারের প্রচেষ্টায় লিপ্ত ছাত্রলীগ। শেষ পরীক্ষামূলক উড্ডয়ন হয় বুয়েটে। এবার অবশ্য স্বেচ্ছাসেবী হিসেবে শুধু একজনকেই পাওয়া যায়।
পূর্বের মত তিনিও সফল হতে পারেন নি। যাই হোক আমি ছাত্রলীগের উত্তোরোত্তর সাফল্য কামনা করি। আশা করি সামনে ওরা আকাশে উড়তে সফল হবে। সাহারা খাতুনের কাছে আকুল আবেদন এই কয়টি বছর আপনি যেভাবে ঘুমিয়ে ছিলেন আরো কয় বছর এভাবেই ঘুমিয়ে থাকেন, ওদের সফল হতে দেন।
(আহত ছাত্র ভাইদের সম্মানপূর্বক বলছি আপনাদেরর বাবা-মা অনেক কষ্ট করে আপনাদের পড়াশোনা করাচ্ছেন।
কেনো এসব মামদোবাজিতে জড়িয়ে নিজেদের ক্যারিয়ার নষ্ট করছেন?? দেশের উপকার করতে চাইলে রাজনীতি করার প্রয়োজন নেই। জীবনে বড় কিছু হোন দেশের উপকার করার অনেক সুযোগ পাবেন। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।