" আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া, করিতে পারিনা চিৎকার" রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন অপহরণ আতঙ্কে। কখনও সুগঠিত আবার কখনও অতর্কিত হামলা। অ্যাকশনধর্মী 'মেটাল গিয়ার রাইজিং রিভেঞ্জেস' গেমারদের সত্যিকারের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। জাপানের এক সাহিত্যিকের গল্প অবলম্বনে নির্মিত এ গেমটি ডেভেলপ করেছে প্লাটিনাম গেমস।
কজিমা প্রোডাকশন্স থেকে গেমটি গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে রাইজিং রিভেঞ্জ। এটি এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন৩ এবং মাইক্রোসফট উইন্ডোজ চালিত পিসিতে সমানতালে খেলা যাবে।
কাহিনী : ২০১৮ সাল। সিকুয়ালধর্মী গেমটি আগের পর্ব অর্থাৎ গান'স অব দ্য প্যাট্রিয়টসের পর থেকে কাহিনী শুরু করা হয়েছে।
ঠিক চার বছর পর ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। প্রধান চরিত্র রেইডেন। পরিবারের খরচ চালাতে কাজ করেন পিএমসি মাভারিক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। শিশুদের সেনা হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় আবার বিবাদে জড়িয়ে পড়েন লাইবেরিয়ার সেনাদের সঙ্গে। অন্যদিকে গৃহযুদ্ধের ধকল কাটাতে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি নিয়েও তাকে ভাবতে হতো।
এরই মধ্যে হঠাৎ একদিন রেইডেনের কর্মস্থলে হামলা করে বসে একদল বিদ্রোহী সেনা গ্রুপ। অস্ত্রের মুখে বন্দি করে নিয়ে প্রধানমন্ত্রী এন মানিকে। প্রধানমন্ত্রীকে উদ্ধারে মরিয়া হয়ে ওঠে রেইডেন। শুরু হয় বিদ্রোহীদের সঙ্গে চূড়ান্ত লড়াই। গেমারকে এখানে খেলতে হবে রেইডেনের ভূমিকায়।
নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। গ্রাফিক্স আবহ এবং শব্দকৌশল মিলিয়ে গেমারের জন্য একে আদর্শ গেম হিসেবে উল্লেখ করা যেতে পারে।
যা যা লাগবে : ইন্টেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহাহার্টজ প্রসেসর, জিফোর্স জিটি ৪৬০০ অথবা রেডন এইচডি ২৬০০ এক্সটি সিরিজের ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস এবং
ডাইরেক্ট এক্স-১০। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।