আমাদের কথা খুঁজে নিন

   

মেটাল মিউজিক!!!!



Metal: A Headbanger's Journey স্যাম ডান পরিচালিত 2005 সালে বাইর হওয়া প্রামান্যচিত্র। 31 বছরের স্যাম ডান পেশায় নৃতত্ববিদ, যে 12 বছর থেইকা মেটাল গানের পাগল। সে সারা দুনিয়া ঘুইরা মেটাল মিউজিকের ব্যপারে মানুষের মতামত, এইটার উৎস, মেটাল মিউজিক লইয়া যত বিতর্ক, আর কেনই এক গাট্টি পাবলিক এইটারে মনে প্রানে ভালবাসে, আর হেভীমেটালের কৃষ্টি-কালচার...সব বাইর করসে। এই ফিল্ম 2005 সালে টরন্টো চলচিত্র উৎসবে বিসমিল্লা করে...। আর এখন তো আমাদের আই.ডি.বি. ভবনে এর পাইরেটেড কপি তো বেমালুম পাওয়া যায়।

এই ফিল্মে মেটালের অতীত ও বর্তমানের যত গুরুদেব, তাদের সবার সাক্ষাৎকার আছে...যা থেইকা অনেক পরিষ্কার ধারণা পাওয়া যায় মেটাল মিউজিকের ব্যাপারে। গুরুদেবরা হইলেন: 1। আইরন মেইডেন এর ব্রুস ডিকিনসন। 2। ব্ল্যাক সাবাথ এর টনি ইওমি।

3। রনি জেমস ডিও। 4। slayer এর কেরি কিং। 5।

অ্যালিস কুপার। 6। কর্ন এর মাংকি... আরও অনেকে। শুধু তাই না...ফ্লো-চার্ট দিয়া দেখাইসে যে মেটাল গানের কোন উপবিভাগ কোন খান থেইকা আইসে... আমি মনে করি, যারা মেটাল গান ভালোবাসেন, তাগো এই ফিল্মটা অবশ্যই দেখা উচিৎ। .::সূফী::.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.