আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ সহ যে কোন দেশে সফলভাবে সহজ পন্থায় ফ্রি এস.এম.এস পাঠান। (যারা মিস করেছেন শুধু তাদের জন্য)

যাহা দিলে বাড়ে কিন্তু কমেনা, তা হল জ্ঞান।

সবার আগে বলছি- ফ্রি এস.এম.এস পাঠানোর চেষ্টা করে নিশ্চয় ফেইল করেছেন। আর ফেইল না করে আমার দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী চেষ্টা করুন, দেখবে আপনি ফ্রিতে এস.এম.এস পাঠাতে সক্ষম হয়েছেন। লিংকটিতে ক্লিক করুন। তার পর ''ফরম'' এর ঘরে যে নম্বর থেকে ফ্রি এস.এম.এস পাঠাতে চান সেই নাম্বার (ভুল নম্বর দিলেও সমস্যা নেই) দেশের কোড সহ টাইপ করুন (যেমন ০০৮৮০১৭২৩..................) তারপর ''ডিস্ট্রিনেশান'' এর ঘরে যে দেশে পাঠাতে চান সে দেশ সিলেক্ট করুন এবং ''নম্বরের'' ঘরে প্রাপকের দেশের কোড সহ নম্বর দিয়ে মেসেজ বক্সে মনের মত মেসেজ লিখে 'সেন্ড এস.এম.এস‍' এ ক্লিক করুন।

ব্যাস আপনার মেসেজ পৌঁছে গেল প্রাপকের ঠিকানায়। কিন্তু মজার বিষয় হল প্রাপক আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবে না। যারা ইতি পূর্বে চেষ্টা করে ফেইল করেছেন। তারা এখন যদি চেষ্টা না করে মিস করেন তা হলে পরে আফসোস করবেন। নিচের লিংকে ক্লিক করুন আর ফ্রিতে এস.এম.এস. পাঠান যত খুশি।

"ফ্রি এস.এম.এস"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.