>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস৷ উত্তাল ঢাকা, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, মিছিল৷ এলো ২১শে ফেব্রুয়ারি৷ পুলিশ গুলি চালালো, কিন্তু পিছু হটেনি জনগণ৷ বরং এগিয়ে গিয়েছে, রক্ত দিয়েছে, রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে৷ ৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷
একুশের মাঝেই বেঁচে আছেন গাফফার চৌধুরী
বাঙালির কাছে আবদুল গাফফার চৌধুরী এক সুপরিচিত নাম৷ রাজনীতিসহ নানা বিষয়ে তাঁর লেখা মন্তব্য প্রতিবেদন নিয়মিতই পত্রিকায় প্রকাশ হয়৷ বর্তমানে লন্ডনে বসবাস করছেন গাফফার চৌধুরী৷ তাঁর অন্যতম সৃষ্টি একটি কবিতা৷ (02.02.2011)
‘অনেকে বাংলা জানে না বলতে গর্ববোধ করে’
বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন উমর নিজেকে ভাষা সৈনিক মনে করেন না৷ ভাষা সৈনিক শব্দটি নিয়েও আপত্তি রয়েছে তাঁর৷ তবে তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন৷ (09.02.2011)
‘বাঙালির বিয়ের নিমন্ত্রণেও ইংরেজির আধিক্য’
বাহান্ন’র একুশে ফেব্রুয়ারি রংপুরও ছিল উত্তাল৷ মাতৃভাষা বাংলার দাবিতে সেখানে আন্দোলনে অংশ নেয় ছাত্ররা৷ সেদিন ঢাকায় মিছিলে গুলি চালিয়েছিল পুলিশ৷ এই খবর রংপুরে পৌঁছালে ছাত্র-জনতা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ (16.02.2011)
‘টিভি সিরিয়াল আর এফএম রেডিও ভাষা বিকৃত করছে’
অধ্যাপক রফিকুল ইসলাম বাহান্ন’র ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী৷ তবে, নিজেকে ভাষা সৈনিক বলতে নারাজ তিনি, বিশেষ করে সৈনিক শব্দটিকে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত করার পক্ষে নন তিনি৷ (23.02.2011)
মাতৃভাষা এক নম্বর ভাষা হওয়া উচিত : ডা. এম এ মান্নান
বাহান্ন’র ভাষা আন্দোলনের প্রাক্কালে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ডা. এম এ মান্নান৷ আন্দোলনের উত্তাল সময়ে আহত অনেক মানুষ ভিড় করত মেডিকেল কলেজে৷ শিক্ষার্থী হিসেবেই এম এ মান্নান আহতদের চিকিৎসা প্রদানের চেষ্টা করতেন৷ (03.03.2011)
‘রুহুলের মরদেহ উদ্ধার করে স্থানীয় মানুষ’
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাকিস্তান নৌ-বাহিনীতে যোগ দেন ১৯৫৩ সালে৷ শুরুতে তিনি ছিলেন জুনিয়র ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার৷ ১৯৬৮ সালে রুহুল আমিনকে বদলি করা হয় চট্টগ্রামে৷ সেখান থেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এই বীর সেনা৷ (06.04.2011)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।