আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ১৫ শতাংশ জমির জন্য,,,,,,,,,,,,,,,,,,,,,

I am also a singer.

মাত্র ১৫ শতাংশ জমির জন্য ৫০ বছরের বৃদ্ধা সালেহা বেগমকে নির্মম নির্যাতন করে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ভাসুর সোবাহান সিকদার, দেবর গনি সিকদার, ভাসুরছেলে ফারুক সিকদার, ফোরক সিকদার ও রানী বেগম। শিকলবাঁধা অবস্থায় চলে আরও নির্যাতন। নির্যাতনকারীরা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এক শিশুর সহায়তায় পালাতে সক্ষম হলেও শিকল খুলে দিতে সাহস পায়নি কেউ। বিভিন্ন স্থানে পালিয়ে থেকে অবশেষে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আশ্রয় নেন বাকেরগঞ্জের ফরিদপুর গ্রামের মানসিক-প্রতিবন্ধী বজলুল সিকদারের স্ত্রী সালেহা বেগম। বিচারক তার অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা রুজুর জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে এবং পায়ের শিকল খুলে দেওয়ার জন্য শার্শি তদন্তকেন্দ্রের পুলিশকে নির্দেশ দেন।

আদালতে সালেহা বলেন, তার স্বামী মানসিক-প্রতিবন্ধী। ১ মে সকালে ১৫ শতাংশ জমিসহ তার বাড়ি দখল নিতে নির্যাতনকারীরা গাছ কাটতে গেলে তিনি বাধা দেন। এ কারণে তারা তাকে মারধর করেন। সকাল ৮টায় আহতাবস্থায় টেনে-হিঁচড়ে রান্নাঘরে নিয়ে খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে আবারও মারধর করেন তারা। পরে তার সঙ্গে থাকা সামান্য কিছু সোনার অলঙ্কার এবং ঘরের আসবাবপত্র ভেঙে টাকাসহ মালামালও লুট করেন তারা।

যাওয়ার সময় শিকলবাঁধা অবস্থায়ই ফেলে রেখে যান তাকে। কিছুক্ষণ পর পানির তৃষ্ণা মেটানোর জন্য প্রতিবেশী শিশু পলাশের কাছে আকুতি করলে সে একটি কচুপাতায় পানি নিয়ে আসে। পানি খেয়ে বুদ্ধি খাটিয়ে বাথরুমে যাবেন বলে আবারও শিশুটির কাছে আকুতি জানান তিনি। শিশুটি খুঁটির সঙ্গে বাঁধা হাতের শিকল খুলতে সক্ষম হয়। পরে পায়ে তালাবদ্ধ শিকল নিয়ে এক বাথরুম থেকে অন্য বাথরুমে পালিয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান মহসিন মিয়ার বাড়িতে যান।

চেয়ারম্যানের স্ত্রীর কাছে শিকল খুলে দেওয়ার আকুতি করলেও তিনি রাজি হননি। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পাড়া-প্রতিবেশীর কাছে শিকল খুলে দেওয়ার আকুতি জানালেও নির্যাতনকারীদের ভয়ে কেউ রাজি হয়নি। এমনকি শার্শি তদন্তকেন্দ্রের পুলিশের কাছে মামলা করতে গেলে তারাও শিকল খুলে দিতে অস্বীকার করে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এ অবস্থায় খেয়ে না-খেয়ে তিন দিন কাটাতে হয় তাকে। গতকাল তিনি সম্পর্কের খালাতো ভাই আবুল হোসেনের সহায়তায় বরিশালে আদালতে আসেন।

বাদীর আইনজীবী বশির আহমেদ সবুজ জানান, বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বিচারক আলতাফ হোসাইন মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ এবং বৃদ্ধাকে আসামিদের কাছ থেকে নিরাপদে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের নির্দেশে গতকাল বিকালে শার্শি তদন্তকেন্দ্রের পুলিশ তার পায়ের শিকল খুলে দেয় বলে তিনি জানান। সূএঃbanngladesh protidin

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.