আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকা ‘বিন লাদেন নাটক’ এর পাঠ চুকিয়ে যে কোন উপায়ে অন্য নাটক আরম্ভ করতে ‎চায়

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।

উসামা বিন লাদেন নিহত হয়েছে, এ ঘটনা যদি সত্যি হয়, তাহলে তার লাশ কোথায়? ‎সাদ্দামকে গ্রেফতার করে জনসম্মুখে যেভাবে প্রকাশ করা হয়েছিল, তাকে কেন প্রকাশ করা ‎হল না?! আমার ধারণা এর নেপথ্য কাহিনী এখনো অজানা। তাকে কি হত্যা করা হয়েছে? ‎সে কি জীবিত? সে কি বন্দি? না-অনেক আগেই সে মারা গেছে? তার অনুসারীরা কি ‎আামেরিকার হাত থেকে তার লাশ নিয়ে পলায়ন করতে সক্ষম হয়েছে? এর প্রত্যেকটিই ‎সম্ভব, তবে বাস্তব ঘটনা আল্লাহই ভাল জানেন। আরো আশ্চর্য যে, তার অনুসারীরাও কেন ‎বলছে না যে, উসামা মারা যায়নি?! যাই হোক আমেরিকা উসামা নাটক শেষ করে, অন্য ‎কোন নাটক আরম্ভের প্রস্তুতি নিচ্ছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। সে নাটক হয়তো ‎আফগানিস্তান ত্যাগ করার পথ বের করা, অথবা ওবামার পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট ‎নির্বাচিত হওয়া, অথবা লিবিয়া দখল করা, অথবা অন্য কোন গভীর ষড়যন্ত্র! আর সে জন্যই ‎এমন সময় উসামার মৃত্যু সংবাদ প্রচার করা হল, যখন লিবিয়াতে ন্যাটো হামলায় গাদ্দাফির ‎ছেলে ও তিন নাতি মারা গেল।

যদিও গাদ্দাফি সম্পর্কে জানি সে অমুসলিম এবং বিদ্রোহীরা ‎মুসলিম। এ দিকে মার্কিন ঘোষণায় বিশ্বাস করে উসামার মৃত্যুতে বাংলাদেশ সরকারের ‎আনন্দ প্রকাশকে গভীরভাবে নিন্দা জানাই। কারণ মুসলমান আজ অপপ্রচারের শিকার, ঈঙ্গ-‎মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্রের মূল লক্ষ্য ইসলাম ও মুসলিম। বাংলাদেশ সরকারের জানা ‎উচিত ছিল, হাজারো অমুসলিম ওবামার চেয়ে মুসলিম বিন লাদেনের মর্যাদা আল্লাহর নিকট ‎অনেক বেশী। টুইন টাওয়ারের ঘটনা সম্পর্কে একাধিক রিপোর্ট ও তদন্তে জানা গেছে, ‎সেটা ছিল ইসরাইলের কারসাজি, যে টাওয়ারে দুইশত ইহুদি নিয়মিত অফিস করে, কিন্তু ‎ঘটনার দিন তাদের একজনও সেখানে উপস্থিত ছিল না, একজন ইহুদীও মারা যায়নি।

আর ‎মিডিয়া যেহেতু ইসরাইল ও আমেরিকার হাতে, তাই উসামা ও আল-কায়েদার নামে যা ইচ্ছা ‎তা প্রকাশ করাতে কোন অসুবিধা হওয়ার কথা নয়। বাস্তব ঘটনা অনুধাবন করে আল্লাহ ‎আমাদেরকে সঠিক পথ অনুসরণ করার তাওফিক দান করুন এবং সকল ষড়যন্ত্র থেকে ‎ইসলাম ও মুসলিমকে হিফাজত করুন। আমীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।