আমেরিকা তার নিজের গোঙানি শুনতে পারে না
যন্ত্রণাক্লিষ্ট জিব বেরিয়ে এসেছে--দেখতে পারে না
অকালবার্ধক্য নিয়ে
কাঠচেরাইয়ের শব্দ শুনতে ভালোবাসে
আর হিংসাশ্রয়ী ত্রাসে
একেক দেশে একেক পোশাক পরে গিয়ে শোভাবর্ধন করার পর
নগ্ন হয়ে যায় !
আমেরিকা তার প্রাণভোমরা সিন্দুকে তালাবদ্ধ করে
আটলান্টিকের গভীর জলে চুপচাপ ফেলে রেখে দিয়েছে
বহুদিন হলো রাজার পোশাকে রাজত্ব করছে কিছু লোক
পালক সাজানো গণতন্ত্রে!
তারপর থেকে তার প্রযত্নে যে প্রাণ জেগে আছে
সেটা রাক্ষসের প্রাণ !
সেই রাক্ষসের পেট থেকে যে বাচ্চারা জন্ম নিচ্ছে
তা আরও ভয়াবহ--বিধ্বংসী,
ভয়ংকর রূপ নিয়ে
খেয়ালখুশিতে অনুভূতিহীন
শুধুই প্রাণঘাতি !
তার হংসবাহিনী হংসধ্বনি দিয়ে
মুক্তিদাতা সাজার চেষ্টা করছে
অথচ তার বলিরেখায় কী দেখায় ?
অগোপনীয় থাকছে বিবেকতাড়িত মানুষের ক্ষোভ
আমেরিকা তার নকল অক্ষিগোচরে রাখতে চাচ্ছে
তার নির্মিত কাঁচের অক্ষয়স্বর্গ!
হাত-পা গুটিয়ে থাকা মানুষেরা
তা যখন ভাঙতে শুরু করবে
তখন অকূলে কূল পাওয়া যাবে না!
একভাগ লোকের স্বাস্থ্যবৃদ্ধি--স্বর্ণমুদ্রার লোভে
সিন্দুকে তালাবদ্ধ করে রাখা হবে প্রাণভোমরাকে
আর কতকাল ?
জ্যামিতির রেখাচিত্র একই থাকেনা
অঙ্কপরিবর্তন হয়ে যায় ইতিহাসে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।