আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কী আমেরিকা যান নাই !!!!!

আমি একজন বাঙ্গালি রমনী....... আজ এক পুলার লগে দেখা হইয়া গেল একটা না আসলে দুইটা। পোলা দুইটা নাকি কে-এল ইয়েস প্রগাম থেকে আসছে । ওইটা হইলো গিয়া একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আমেরিকার সাথে স্কুল ছাত্রদের। প্রতি বছর নাকি হয় ,আমি জানলাম আজকে;বুড়া বয়সে । ভাইবেন না আমি কষ্টে আছি ,মোটেই না; আল্লাহ বাচাইছে আগে জানতাম না।

। ওমা পোলাগো কথা তো এখনো কওন হইলো না; ওবারা কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম ফেরত । লেকচার দিলেন কেমনে আপনি যাইবেন আমেরিকা তে কারন আমেরিকায় না যাইয়া তো আপনে মানুষ হইবেন না । উহারা বলেছেন আমেরিকায় ্যাইয়া নাকি উহারা এখন অনেক স্মাট,অনেক সচেতন যা নাকি বাংলাদেশে থাকলে হইতো না । কী কী করায় সেখানে এর উত্তরে উহারা কইলেন না থুক্কু দেখাইলেন মাইয়ার ছবি ও! বুঝলেন না , নে বুঝলে আমার করনের কিছু নাই ।

উহারা সকল স্কুল ছাত্রদের আমেরিকা যাইতে কইছেন ... আসলে আমরা প্রায়ই বিদেশ পড়তে যেতে চাই , আমি নিজেও আগ্রহী , তবে এই দুই স্কুল ছাত্রের অবস্থা দেথে তাদের কথা শুনে মনে হলো আসল আমার দেশে আমি কিছুই শিথি নাই কারণ আমি আজ্ও আমেরিকা যেতে সক্ষম হই নি !!!!! শিক্ষা আছে কেবল আমেরিকা অঞ্চলে আমরা সবাই ......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।