জেনে গেছি, বুঝে গেছি ঠেকে ঠেকে,
বোকা অতীতের নির্বোধ স্বপ্নগুলোকে বাতাসে ফুঁ দিয়ে
মেনে নিয়ে হার, শুনে প্রস্থানী অন্তরা সঞ্চারি সব
বুঝেছি অতোটা যোগ্য আমি নই, যতোটা
রক্ত শুষে নেয় জাগতিক জটিলতা- যারপর কেউ সফলতা পায়!
অন্ধ বোকাগলির পরে চোরাগলি- চোরাবালি, টেনে নিয়ে যায়
দমহীনতায়- প্রতিবাদ, প্রতিরোধ সবকিছু হারিয়ে তারপর-
তারপর কেউ রাজা মহারাজা হয়; আর আমি বড়জোর
পাইক পেয়াদা হ’তে গিয়েই যাই হাঁপিয়ে!
এভাবে কি আর সফল হওয়া যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।