আমাদের কথা খুঁজে নিন

   

প্লাষ্টিক বোতল সম্পর্কে একটু হেল্প করেন

সৎ ভাবে উপার্জিত এক টাকা অসৎ ভাবে উপার্জিত কোটি টাকার চাইতেও অনেক মূল্যমান

আমি ছোট্ট একজন ব্যবসায়ি, বলতে পারেন দিনে আনি দিনে খাই। এবার একটু সাহস হয়ছে বড় কিছু করার। চিন্তা করছি একটা ডেইরি ফার্ম করব। মোটামুটি দৈনিক গড়ে ২৫০ লিটার দুধ উৎপাদিত হবে। দুধ মার্কেটিং করব একটু ভিন্ন ভাবে, অন্য দশটা ফার্মের মত খোলামেলা না।

তাই চিন্তা করলাম ১/২লিটার, ১লিটার, ২লিটার প্লাষ্টিক এর বোতলে করে বিক্রি করব। যদিও খরচ একটু বেশি পরবে তথাপিও আশা করি এই পদ্ধতিটা অনেকের ই পছন্দ হয়বে। (অন্যকোন উপায় যদি থাকে একটু শেয়ার করলে উপকৃত হব) বড় সমস্যা হল আমি জানিনা কোথায় থেকে প্লাষ্টিক এর বোতল সংগ্রহ করতে হয়। একটু কমদামের মধ্যে কোন কোম্পানির কাছ থেকে বোতল কেনা যায় একটু পরামর্শ দিলে অনেক খুশি হতাম। যদি ৭-৮ লাখ টাকার মধ্যে হয় তাখলে নিজেই প্লাষ্টিক বোতল এর কোম্পানি চালু করতে চাই।

সে ক্ষেত্রে মেশিন র-মেটেরিয়াল কোথায় থেকে কিনব? কি ভাবে মার্কেটিং করব বিস্তারিত আশা করছি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।