আমাদের কথা খুঁজে নিন

   

প্লাষ্টিক খেলনা বিপজ্জনক।

ভালো হতে চাই

দুধের শিশুর হাতে প্লাষ্টিকের খেলনা বিপজ্জনক। কারণ এই খেলনায় প্যাথালেট থাকে। প্যাথালেট থেকে হাঁপানি ,এলার্জি হয়। প্যাথালেট থেকে ফুসফুসের ক্ষতি , পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা ক্ষতি, দেহের গড়নেও বিকৃত আসে। প্যাথ্যালেট একটা রাসায়নিক।

এই রাসায়নিক লাগে প্লাস্টিক নরম করতে । তাই নরম প্লাস্টিক খেলনা শিশু মুখে দিলেই ভবিষ্যৎ বিপদ অনিবার্য । অনেক উন্নত দেশে প্যাতালেটকে বাগে আনার নিয়মবিধি আছে। কিন্তু ভারতে এই রাসয়নিককে রাশ টানার কোন বিধিবিধান নাই। ভারত আমদানি করা জীনে খেলনায় কঠোর, কিন্তু দেশের খেলনা কারখানা নিয়ে চুপ থাকে।

হালে এসব ধরা পড়েছে সি এসইএ সমীক্ষায়। তথ্যসূত্র---------------------মাসিক গনস্বাস্থ্য

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।