আমাদের কথা খুঁজে নিন

   

ওস্তাদ বাঁয়ে প্লাষ্টিক, বাঁয়ে ছাড়পোকা

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

গতকাল কাঁচপুর হয়ে চাঁদপুর যাচ্ছিলাম। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পুল পর্যন্ত সাধারনত বিশাল জ্যম হয়, তা প্রায় সকলে জানেন। সামনে "লেক্সাস, হ্যরিয়ার" গাড়ী তার ইন্জিন এর শক্তি দেখিয়ে বাঁ দিক থেকে ওভারটেক করার চেষ্টা করছিল একটি লোকাল বাস কে। হেল্পার কি যেন বললো, আমি শুনতে পারলাম না। পাশে বসা ভাগ্নে কে জিজ্ঞেস করলাম, " কি বললো রে? -- মামা, "বলছে বায়ে প্লাষ্টিক" -- বায়ে প্লাষ্টিক, মানে? -- আরে মামা, হেল্পার রা যত নতুন গাড়ী রাস্তায় নামে ওগুলারে প্লাষ্টিক বলে। -- কারন? --- মামা বডির বাম্পার তো প্লাষ্টিক এর, তাই মনে মনে বললাম, ৬০,০০,০০০টাকার গাড়ী, রাস্তায় নামলে "প্লাষ্টিক"। এ ছাড়াও "সিএনজি, বেবী ট্যক্সি" হেল্পার রা "ছাড়পোকা" বলে থাকে, জানতেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.