কবি হতে চেয়েছিলাম... ৫ মে গভীর রাতে (৬ মে) মতিঝিল শাপলা অপারেশনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আড়াই থেকে তিন হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মী হত্যা করেছে বলে দাবি বিএনপি-জামায়াত-হেফাজতের। তাদের কেউ কেউ এজন্য ভিনদেশি সংবাদমাধ্যমের (বিশেষ করে বিবিসি-সিএনএন) প্রতিবেদনের কথা বলছেন। বিএনপি-জামায়াত-হেফাজতের নেতারা যে দুই ধরনের মিথ্যাচার করছেন তা কিন্তু প্রমাণিত। তারা যেসব বিদেশি সংবাদমাধ্যমের কথা বলছেন, সেগুলোয় হাজার হাজার নিহত হওয়ার সংবাদ পাওয়া যায় না। এখানে বিখ্যাত কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণের দেয়া নিহতের সংখ্যা ও প্রতিবেদনের লিঙ্ক দেয়া হলো।
কেউ কেউ ৫-৬ মে ঢাকার মতিঝিলের নিহতের সংখ্যা দিয়েছে। কেউবা একসাথে দিয়েছে মতিঝিল ও কাঁচপুরের মৃতের সংখ্যা।
আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জন্য মূলত আমার এ ফেসবুক স্ট্যাটাস। কারণ তিনি মতিঝিলে মৃতের প্রকৃত সংখ্যা তুলে ধরতে দেশীয় সংবাদপত্রগুলোর উদ্ধৃতি দিচ্ছেন। আশা করছি, তার অধস্তনকর্মীরা তাকে বিদেশী গণমাধ্যমের লিঙ্কগুলো থেকে প্রতিবেদনগুলো সংগ্রহ করে দেবেন।
তবেই বিএনপি-জামায়াত-হেফাজতের মিথ্যাচারের মোক্ষম জবাব দেয়া যাবে।
আল-জাজিরা
আল-জাজিরা বরাবরই জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম- এ জাতীয় রাজনৈতিক, ধর্মীয় সংগঠনের প্রতি সহানুভূতিশীল। তাদের প্রতিবেদন বলছে রোববার (৫ মে) মৃতের সংখ্যা ১৪ জন।
তাদের প্রতিবেদনের লিঙ্ক:
Click This Link
ইকোনোমিস্ট
ইকোনোমিস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবেদন করছে। যা অনেকক্ষেত্রেই জামায়াত-শিবিরের পক্ষপাতদুষ্ট।
সেই ইকোনোমিস্ট ৭ মে ২০১৩-তে বলেছে ঢাকায় মৃতের সংখ্যা ৩৭ জন। ১১ মে ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে তারা বলেছে ৫০ জন নিহত হওয়ার কথা।
তাদের দুটি প্রতিবেদনের লিঙ্ক:
Click This Link
Click This Link
বিবিসি নিউজ
বিবিসি নিউজ বলেছে ৫-৬ মে ঢাকায় পুলিশ-হেফাজত কান্ডে নিহতের সংখ্যা ২৭ জন।
তাদের প্রতিবেদনের লিঙ্ক:
http://www.bbc.co.uk/news/world-asia-22423815
গালফ নিউজ
গালফ নিউজ বলেছে মৃতের সংখ্যা ১৪ জন।
তাদের প্রতিবেদনের লিঙ্ক:
Click This Link
নিউইয়র্ক টাইমস ও রয়টার্স
রয়টার্সের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস লিখেছে, মারা গেছে ২৭ জন।
তাদের প্রতিবেদনের লিঙ্ক:
Click This Link
সিএনএন
সিএনএন বলছে, মতিঝিলে নিহতের সংখ্যা চার জন।
তাদের প্রতিবেদনের লিঙ্ক:
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।