আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা হাঁ বলুন, সাখাওয়াত আবারো হাসবে.......

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ....

এখনো সাখওয়াত আপনাদের ভালোবাসা পাবার জন্যে ব্যাকূল হয়ে আছে, বুক ভরা আশায় চেয়ে আছে। পিজি হাসপাতালের হেমাটোলোজি ওয়ার্ডের ইয়েলো ৪ বেডে ক্যান্সারের সাথে বাস করেও দেখছে সাবলিল ভাবে মুক্ত বাতাসে প্রাণের আনন্দে ফের নব উদ্যমে, সজিবতায় সুন্দর এক আগামী গড়বে। না, আমরা ভেংগে পড়লেও ভাংগেনি সাখাওয়াত। তাঁর প্রচন্ড বিশ্বাস দেশের মানুষের প্রতি বরন্চ আমাদের সান্তনা দিচ্ছে দেখবে, আমার দেশের মানুষের ভালোবাসাতেই আমি ফিরে পাব সুন্দর আগামী, আবারও ব্যস্ত হবো কাজে, নব উদ্যমে এবার নিজেকে পুরো নিয়োগ করবো মানুষের সেবায়। আমরা তার কাছেই শক্তি পেলাম আপনাদের কাছে আবারও তার জন্যে সহযোগিতার আহবান জানানোর এই লোখায়! ডাক্তারের পরামর্শে তাঁর বোন-মেরু ট্রান্সপ্লান্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার ও বন্ধুরা।

এছাড়া তাঁকে বাঁচানো যাবেনা। অনেক টাকার প্রয়োজন। তার পরিবার স্হাবর-অস্হাবর সম্পদের বিনিময়ে জোগাড় করতে পারবে মাত্র পনের লাখ টাকা, মোট প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। এপর্যন্ত যোগাড় হয়েছে ২ লাখ টাকা। আসুন না আমরা সবাই হাত বাড়িয়ে দেই, এই প্রাণচন্চল জুবার জন্য।

আপনার এক বেলার নাস্তার মুল্য হতে পারে তার জন্য অত্যাবশ্যক বোন-মেরুর এক একটি কোষ। যে কোষ গুলো মরণ কণিকাগুলোকে অপসারন করে সাখাওয়াতের মুখে ফিরিয়ে দেবে সেই অনবদ্য হাসি... আসুননা সবাই মিলে লড়ি এই মরণব্যাধির সাথে, জয় হোক মানবতার.............। প্রয়োজনে যোগাযোগ করুন: মোবাইল ফোন ০১৭১৭৪৪২৫৮৫ কিংবা ০১৭২২৯৪৭৮৯৮ নম্বরে। সাহায্য পাঠান: সন্চয়ী নম্বর: ১২৫.১০১.৩৮৪২০ (swift code: BDBLBDDH) সন্চয় নাম: মো: সফিকুল ইসলাম (সাখাওয়াতের ছোট ভাই) ডাচ বাংলা ব্যাংক লি:।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.