যে কথা কম বলে, সে নাকি বেশি বুদ্দিমান। তাই আমিও কম কথা বলি ও লিখি।
‘আমি কখনো স্কুলে যাবার সুযোগ পাইনি। অন্যদের স্কুলে যেতে দেখে আমি দুঃখ পেতাম। ভাবতাম আমি কি স্কুলে যেতে পারব।
এর বেশি কিছু নয়। ` বলছিলো পথশিশুদেরই এক জন প্রতিনিধি "রাজা"।
কিন্তু রাজা এখন স্কুলে যায়। হ্যাঁ, রাজা এখন জাতিসংঘ শিশুতহবিলের আওতায় পরিচালিত সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য শিক্ষা প্রকল্পের অধীনে `অপরাজেয় বাংলা`র একটি আশ্রয়কেন্দ্রে। আজ তার ভালো লাগে।
ঠিক মতো খেতে পায়, খেলতে পারে।
রাজার জীবন বদলে যায় যখন নুসরাত ম্যাডাম সদর ঘাটে একদিন কথা বলেন। তার মতে, প্রথমে রাজি হইনি। ম্যাডামকে ভালো লেগেছিলো বলেই এখানে এসেছি। তা না হলে আজও পথে পথে ঘুরে বেড়াতে হতো।
জাতিসংঘ শিশু-তহবিলের তথ্য মতে, রাজার মতো আরো এক লাখ ৬৬ হাজার শিশু সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে জীবনকে বদলে দিতে চাচ্ছে। তারাও স্বপ্ন দেখতে চায়। ভালো ভাবে বেঁচে থাকার স্বপ্ন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।