আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে দুর্নীতি কমলেও ক্ষমতার অপব্যবহার আছে: টিআই



অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৫-২০১১ ( প্রথম আলো )--- সরকারিভাবে বাংলাদেশে দুর্নীতি কমলেও ক্ষমতার অপব্যবহার এখনো আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান হিউগেট লেবেল বলেছেন, প্রভাবশালীদের হাত থেকে মুক্ত না হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুরোপুরি কাজ করতে পারবে না। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন এবং জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় সুশাসন প্রতিষ্ঠা কতটা জরুরি এবং এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কী অবস্থান, তা জানানো হয়। টিআইয়ের চেয়ারম্যান হিউগেট বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

বেশির ভাগ ক্ষেত্রেই সরকারি সম্পদ কোনো ব্যক্তির পকেটে যায়। এটি দূর করতে হবে। তিনি বলেন, জলবায়ু ফান্ডের দিকে টিআইয়ের নজরদারি থাকবে। এ ব্যাপারে গণমাধ্যমকে ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান তিনি। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, লিমনের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ার ব্যাপারটি একদিকে যেমন ন্যক্কারজনক, তেমনি আরেকদিকে এটি সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মানুষ এতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর ওপর থেকে আস্থা হারাবে। সংবাদ সম্মেলনে টিআইবিকে আরও শক্তিশালী করার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.