আমাদের কথা খুঁজে নিন

   

"স্মৃতিরা তাড়া করে"

আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :)

স্মৃতির পাতায় হাত বুলাই না, তবুও স্মৃতিরা তাড়া করে। গাছের পাতায়, সবুজ ঘাসে, আকাশের লালচে বর্ণে তোমার দেওয়া ফুলের পাপড়িতে স্মৃতিরা তাড়া করে। যতই বলি, যতই বুঝাই মনকে স্মৃতির কবল থেকে বাঁচাতে পারিনা, কালো ঘোড়ায় চেপে দূর্বার গতিতে ঘাতকের মত আমার সব স্বপ্নকে পিষ্ট করে স্মৃতিরা তাড়া করে। আমার মনের নীল আকাশের গায়ে কালো মেঘের মত বজ্রপাত করে আমার রোদে ভরা দিনকে বর্ষায় ভাসিয়ে স্মৃতিরা প্রতিশোধ নেয়, তাদের গায়ে ধূলা জমার প্রতিশোধ, তাদেরকে কারারুদ্ধ করার , তাদের ভুলে থাকার প্রতিশোধ, স্মৃতিরা শুধুই তাড়া করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।