আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিরা ঘুরে ফিরে আসে, ভিন্ন অনুভূতি ভিন্ন ছোঁয়া নিয়ে

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

ছোট বেলা থেকে হালকা পাতলা লেখা লেখি করতাম। সামহোয়ারইন ব্লগ, ইয়াহু ৩৬০ ও অবশেষ প্রজন্ম ফোরামের সাথে পরিচিত হবার পর লেখালেখিটা একটু বাড়ে। তবে কোন দিনও সিরিয়াসলি লেখা হয়নি। যা মনে আসে তাই লিখি।

ইদানিং কাজের ব্যস্ততায় লেখা হয় না। আমার আজকের এই লেখাটা বড় কোন লেখা নয় বরং পুরানো একটা স্মৃতির পূনঃরোমন্থন। হ্যাঁ স্মৃতিরা ঘুরে ফিরে আসে তবে ভিন্ন অনুভূতি বা ভিন্ন ছোঁয়া নিয়ে। অনেক আগে একবার একটা লেখা দিয়েছিলাম স্মৃতি রোমন্থন নামে। এটা মনে হয় প্রজন্মতেও দিয়েছিলাম কিন্তু আজকে খুঁজে পেলাম না।

যাই হোক লেখাটা ইয়াহু ৩৬০ থেকে লিঙ্ক দিলাম। নিচের টুকু বোঝার জন্য আগের লেখাটা পড়া দরকার। বাচ্চাটার নাম ছিলো গৌরাঙ্গ... হ্যাঁ গৌরাঙ্গ আজ নেই কিন্তু আজকে সংবাদ পেলাম তার একটা ভাই হয়েছে। ওদের ঘর আবার খুশিতে ভরে উঠেছে। ওর মা-বাবার সাথে ফোনে কথা বল্লাম।

নতুন কাকুর চেহারা নাকি অবিকল গৌরাঙ্গের মতো হয়েছে। এবার বাড়ি গেলে হয়তো নতুন কাকুর সাথে খেলা করবো। ........................আর কিছু বলার নাই কারণ আমি লেখক নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।