আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিরা ফিরে ফিরে আসে....

আমি পথিক

ইদানিং স্মৃতি তারা করে বেড়ায়, যখন তুষার বলে সে বুড়িয়ে যাচ্ছে। আমার ২ বাচ্চা, মিলন আর নিরুর ও তাই বেশির ভাগের ই একটা করে- শুধু ছক্কায় একা বিজয়; একবারে জমজ। অথচ আমাদের বন্ধুদের মাঝে সাথী এখনও বিয়েও করেনি। আমাদের বেড়ে ওঠা একসাথেই, হয়তো নিয়তির অমোঘ টানে হাঁরিয়ে যাব একদিন সবাই শুধু থাকবে স্মৃতি। কিছু সুখ স্মৃতি আর কিছু বেদনার। ইস্কুলের সেই চির সবুজ দিন গুলো আর ফিরে আসবে না জানি- ভাবতে ভাল লাগে তখনও ভালবাসা এসে ভর করেছিল গার্লস স্কুলের সামনে কেউ কেউ পায়চারি যদি বারান্দায় সে এসে দাঁড়ায়.... একটা সিগারেট পাঁচ জনে ভাগ করে খাওয়া কিংবা কফি পারলারে দল বেঁধে বারগার খাওয়া। আজো মনে পড়ে বাদশা স্যারের কোচিং যেখানে ইলা, মিলা, শিলা রা কিলবিল করতো। সময়ের স্রোতে এখন কে কোথায় ! নিয়তির টানে হয়তো ভেসে যাব আমিও একদিন রয়ে যাবে শুধু স্মৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।