সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com
বাড়ীর ছাদে বাগান, আজকাল আর কারো সময় নেই যেন! অথচ ছাদে বাগান করা এক সময়ে সবার কাছে বেশ জনপ্রিয় কাজ ছিল। আমার বন্ধু জিতু, দিলু রোডে বাড়ী। গত ৩০ বছর ধরে ওদের বাড়ীর ছাদে বাগান করে আসছে। এখন আর বেশী সময় দিচ্ছে না, কেমন যেন মরতে বসছে গাছ গুলো।
দিলু রোডে ওদের বাড়ীটাই এক সময়ে সব চেয়ে উচ্চু বাড়ী ছিল, ৬ তলা।
এই বাড়ীর ছাদে আড্ডা না মারলে এক সময় আমাদের পেটের ভাত হজম হত না! চেয়ার পেতে বিকাল থেকে রাত ১০টা আমাদের নিত্য আড্ডা ছিল মহা জমজমাট! গত বৃহস্প্রতিবার সুযোগ পেয়ে অনেকদিন পর আবার জিতুদের ছাদে আড্ডা মেরে আসলাম। চার পাশের সব বাড়ী ১৬ থেকে ২০তলা বিল্ডিং হয়ে গেছে, এখন ওদের বাড়ীটাই মনে হয় সব চেয়ে নীচু। এখন ছাদে বাগান কে করবে, কার এত সময়!
চলুন বাগানের কিছু ছবি দেখা যাক। ছবি গুলো মোবাইলে তোলা, ভাল হয় নাই।
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
ছবি ৫
ছবি ৬
ছবি ৭
ছবি ৮
ছবি ৯
ছবি ১০
ছবি ১১ - কোরবানী গরুর দাঁত সহ চোয়াল! বাগানে যেন কারো মুখ না লাগে!
ছবি ১২
ছবি ১৩
ছবি ১৪
ছবি ১৫
ছবি ১৬
ছবি ১৭ - গোলাপ, আপনার জন্য।
সারা বাগানে একটাই ফুটেছিল!
(এত ছবি দেয়ার জন্য দুঃখিত। কিন্তু এই ভেবে ভাল লাগছে যে, দেশে এখন নেট লাইন নাকি ফাষ্টার! বাংলালায়ন, কিউবিতে নাকি ফাটাফাটি ডাউনলোড হচ্ছে!)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।