আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক।
আমার ছাদে আপেল কূল
আমার সপ্ন আমার চিন্তা রুফ গার্ডেনিংকে ঘিরে । তাই অন্য কোন বিষয়ে লেখার কোন সাধ নেই । এই একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি পোষ্ট দিয়েছি । তাতে অনেকেরই বেশ আগ্রহ দেখে সত্যি আমি মুগ্ধ ।
আসলে সঠিক ভাবে এগুলে একাজ তেমন কোন কঠিন নয় । নিয়ম মত কাজ করতে পারলে একাজে সহজেই সফলতা পাওয়া যাবে । গাছকে ভালবাসলে গাছ আপনার সাথে কখনও বেঈমানী করবে না । উক্ত ব্লগে ছাদে বাগান করার পদ্ধতি -০১ পোষ্ট করার পর কয়েকজন ব্লগার কিছু তথ্যও জানতে চেয়েছিলেন । তাই আজকের পর্বে সেই তথ্য গুলোও দিতে চেষ্টা করব ।
টবের সাইজঃ নতুন বাগান শুরু করার ক্ষেত্রে ইচ্ছা করলে ১২ ইঞ্চি মাটির টব দিয়েই শুরু করা যায় । তবে সব গাছ ১২ ইঞ্চি টবে লাগানো ঠিক হবে না । ১২ ইঞ্চি টবের উপযোগী চারা যেমন - লেবু , ডালিম , কামরাংগা , করমচা , সফেদা , মিশরীয় ডুমুর , চেরী ফল , কমলা, বারমাসী আমড়া ইত্যাদি । ১৬-২০ ইঞ্চি টবের উপযোগী গাছ -থাই মিষ্টি তেতুল , পেয়ারা , জামরুল , আংগুর , বাতাবী লেবু , আম , আতা , অরবরই , আমলকি , মালটা ইত্যাদি । ২০ ইঞ্চি টবের চেয়ে বড় মাটির টব না থাকায় এর চেয়ে বড় সিমেন্টের টব বা হাফ ড্রামের উপযোগী গাছ - যে কোন কূল , জলপাই , কতবেল , বেল , বারমাসী কাঁঠাল , জাম , পেঁপেঁ , কলা ইত্যাদি ।
উল্লেখ্য যে , উক্ত গাছ গুলি এর চেয়ে ছোট টবে করাও সম্ভব । তবে ভাল ফলাফলের জন্য বড় টব আবশ্যক । আমার ছাদে বেশির ভাগই কালার ড্রাম । এই ড্রামের স্থায়ীত্ব খুব কম । খুব বেশি হলে তিন বছর ।
আপনারা যারা শুধু শখের বশে বাগান করতে চান তারা আবার আমার এই ড্রাম দেখে আগ্রহী হয়ে উঠবেন না । বলতে পারেন তাহলে আমি কেন উক্ত ড্রাম ব্যবহার করি । আসলে আমার এতে কোন লস হয় না । কারণ আমি প্রতি বছরই জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রহন করি । আর তাতে পুরানো গাছগুলো বিক্রি হয়ে যায় ।
আবার নতুন করে নতুন ড্রামে গাছ লাগাই ।
২০ ইঞ্চি কালার ড্রামে থাই বাতাবী লেবু
টবের মাটি পরিবর্তন করবেন কিভাবেঃ যেহেতো টবের গাছ কাজেই প্রতিবছর ভাল ফল পেতে এই কাজটি করতে হবে । কিন্তু কিভাবে করবেন ? সঠিক নিয়মে কাজটি করতে না পারলে ভাল ফল পাওয়া যাবে না । তাই এ বিষয়টিও ছাদে বাগানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ । সাধারণত বর্ষার শেষে কাজটি করতে পারলে ভাল ।
পূর্বেই কিছু বেলে দো-আঁশ অথবা দো-আঁশ মাটি দুই ভাগের সাথে একভাগ গোবর মিশাতে হবে । যে কয়টি টবের মাটি পরিবর্তন করতে হবে প্রতিটি টবের জন্য আনুমানিক ৪০ গ্রাম টি, এস , পি, ৪০ গ্রাম পটাশ , ১০০ গ্রাম হাড়ের গুঁড়া ১০ গ্রাম হারে সরিষার খৈল একত্রে মাটির সংগে মিশিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে দশ-বার দিন । অতঃপর যে টবের মাটি পরিবর্তন করতে হবে সেই গাছের টবের গাঁ ঘেঁষে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬-৮ ইঞ্চি গভীর করে মাটি ফেলে দিতে হবে । এটি একটি ১৬-২০ ইঞ্চি টবের হিসাবে দেওয়া হল। অনেকেই মনে করতে পারেন এতে গাছের শিকর কাটা যাবে এবং গাছ মারা যাবে ।
আমার নিকট এমন প্রশ্ন অনেকেই করে থাকেন । কাজেই আগেই বলে রাখছি সঠিক নিয়মে কাজটি করলে গাছের কোন ক্ষতি হবে না । পূরানো মাটি সরানোর পর ঐ স্থানটি পূর্বেই প্রস্তুতকৃত মাটি দিয়ে ভরে দিতে হবে । ব্যাস একবছরের জন্য কাজ শেষ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।