আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় যখন আইস স্কেইটিং। স্পোর্টস হেল্প নিডেড। (ভাইরে, ভিতরে কিন্তু অনেক ....... ফডু আছে।)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

টেকি হেল্প অনেক চাওয়া হয়েছে, এবার স্পোর্টস হেল্প চাই। আইস স্কেইটিং খেলাটার বড়ই শখ। সেদিনই প্রথম খেলতে গেলাম, ৩০ মিনিট শুধু রেলিং ধরেই নড়াচরা কর্লাম। একটু হাটতেও পারলাম না।

আফসুস, কিছু পুলাপাইনে কত্ত সুন্দর দৌড়াদৌদি করে, আবার মিউজিকের তালে তালে নাচন কোদনও করে। আমি ও এক বন্ধু ১৫+১৫ পাউন্ড জলান্জলি দিয়ে চলে আসলাম। দেখেন এই মাইয়ারা কত সুন্দর দৌড়ায়ঃ এই পোলা পইরা গেছে। এর অবস্থা আমার চেয়ে একটু ভাল। আমি শুধু সাইডের এই রেলিং ধরিয়া লরাচরা করিলাম, সময় শেষে টাকা দিয়া বাহিরাইলাম।

----- ভাইরে লজ্জা ভাইংগা আপনাদের নিকট কইলাম বইলা মনে কইরেন না আমার লজ্জা নাই। খেলাডা সত্যি শিখবার খুবই ইচ্ষা। যদি কোন ভাই কিংবা আপু এই খেলায় পারদর্শি থাকেন, তাহলে কিছু টিপস দিয়ে যান। এই অভাগারে একটু সাহায্য করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.