শিক্ষাই হল জাতি
স্ত্রীর পরকীয়ার বলি হলেন বিদেশ ফেরত যুবক নজরুল ইসলাম (৩২)। রাজধানীর উপকণ্ঠ আমিনবাজারের বড়দেশী গ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে একটি গলি থেকে হাত-পা বাধাসহ বস্তাবন্দী অবস্থায় নজরুলকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাভার থানায় স্ত্রীসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, নজরুলকে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। তিনি বলেন, নজরুলের স্ত্রী ফারজানা আক্তার বাবলীর সঙ্গে এক যুবকের পরকীয়ার অভিযোগ আনা হয়েছে। এটিও হত্যার কারণ হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
নিহতের বড় ভাই রুস্তম আলী অভিযোগ করেন, নিহতের স্ত্রী বাবলীর পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। নজরুল গত ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। ৬ বছর আগে ছুটিতে দেশে ফিরে একই গ্রামের বাবুলের মেয়ে বাবলীকে বিয়ে করেন তিনি। গত ২০-২২ দিন আগে তিনি দেশে ফেরেন। রুস্তম জানান, বিয়ের পর নজরুল পুনরায় সৌদিতে গিয়ে টাকা-পয়সা যা রোজগার করেছিলেন তা সবই স্ত্রীর নামে পাঠিয়ে দেন।
স্ত্রী সব কিছুই নিজের নামে করে নেন। বাবলী থাকতেন তার বাবার বাড়িতে। নজরুলের বিদেশে থাকার সুযোগে বাবলী তাদের অপরিচিত এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। একসঙ্গে একাধিকবার তাদের ঘুরতেও দেখা যায়।
তাদের দেখা-সাক্ষাৎ হত বাবলীর বাবার বাড়িতে।
নজরুল এবার দেশে ফিরে এসব ঘটনা জেনে যাওয়ায় এবং স্ত্রীর কাছে রাখা টাকা-পয়সা ফেরত চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।