শনিবার রাত ৯টার দিকে মীরহাজীরবাগের শামছুদ্দিনের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী উপ-কমিশানার মো. মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় পুলিশ রিকশার গ্যারেজে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ পাল্টা গুলি ছুড়লে বাহাউদ্দিন লিটন (৩২) নামে এক সন্ত্রাসীর ডান পায়ে ও ডান উরুতে গুলি লাগে। এসময় বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। লিটন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সন্ত্রাসী কাযর্কলাপের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।