আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাপিডিয়া বাঙলার বীর সূর্যসেনরে টেরোরিস্ট কয়!!! (ভ্যাবাচ্যাকা পোস্ট)

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

সূর্যকুমার সেন বা মাস্টারদা সূর্যসেন সম্পর্কে আমরা সবাই মোটামুটি একটু আধটু জানি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ধাপে ধাপে আন্দোলনকে বেগবান করেন। তিনি গোপন বিপ্লবী দল গঠন করেন। গান্ধীজির সাথে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন। নাগরখানা পাহাড় খন্ডযুদ্ধ, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, জালালাবাদ যুদ্ধ, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন, ইউরোপীয় ক্লাব আক্রমন সহ নানা আক্রমনে তিনি ব্রিটিশ বাহিনীকে পর্যদুস্ত করে দেন।

ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য হন্যে হয়ে ওঠে। অবশেষে ১৯৩৩ সালের ১৬ই ফেব্রুয়ারী তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী মধ্যরাতে ইংরেজ বাহিনী এ মহান বিপ্লবীকে ফাসিতে ঝুলিয়ে ব্রিটিশ বিরোধী ক্ষোভ দমনের ব্যর্থ প্রয়াস চালায়। কিন্তু পরবর্তীতে সে আগুনতো নেভেই নি। বরং সেটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরো তরান্বিত করে। মহান এ বিপ্লবীকে দুই বাংলার জনগণ নানাভাবে মনে রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ছাড়াও বাংলাদেশের নানা স্থাপনা এ মহান বিপ্লবীর নামে নামকরণ করা হয়েছে। কলকাতার বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণও এ বিপ্লবীর স্মরণে "মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন" রাখা হয়েছে। বলিউডে সূর্যসেনকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা "খেলে হাম জি জান সে" কিন্ত, "বাংলাপিডিয়া" যেটাকে বাংলার এনসাইক্লোপিডিয়া বলে দাবি করা হয় সেখানে এই মহান বিপ্লবীকে পরিচয় করে দেওয়া হয়েছে টেরোরিস্ট নামে!!! বিস্তারিত দেখুন এই লিংকে। স্ক্রিনশটও দিয়ে দিলাম। নিচে দেখুন (সিলেক্ট করা অংশ): বাংলাপিডিয়া সম্ভবত ব্রিটিশ কোন লেখা থেকে কপি করে ছাপিয়েছে।

হায়, কপাল! আমাদের দেশের বীরের কাহিনী যদি বাইরের দেশের কোন লেখা থেকে মেরে দিয়ে ছাপাতে হয়, তাহলে আর কি বা বলার থাকে??? আর একটি বোনাস বিষয়: বাংলাপিডিয়ার বাংলা কন্টেটগুলা বিজয়েটাইপ করে ওয়েবসাইটে ওভাবেই দিয়ে দেওয়া হয়েছে। ফন্ট না থাকলে কেমন দেখায় নিচে দেখুন: আচ্ছা, এসব ডকুমেন্টে ইউনিকোডে কনভার্ট করাকি এতোই কঠিন? আমিতো জানি মাত্র দুই তিনটি ক্লিকে ফোল্ডার সহ কনভার্ট করা যায়। এরপর একটু বানান দেখে নিলেই হলো। আমার বলার কিছু নাইও। যেটুকু করতে পারি, এটি বাংলাপিডিয়ার কন্টাক্ট মেইল এ্যাড্রেসে () আমাদের অভিযোগের কথাটা জানাতে পারি।

নিজেদের ইতিহাস নিজেরাই ক্ষতবিক্ষত কি না করলেই নয়??? তথ্যসহযোগিতা: উইকিপিডিয়া বাংলা । অণুপ্রেরণা: সুহানি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।