ছাত্রী, বি এ অনার্স (ইংলিশ)
পৌষের নিষ্ফলা বাগানে পড়ে আছে নিশি ফোটা কবিতা
ফুল শিশির কণা, দুষ্পাঠ্য ভালবাসা দ্বিধার জড়তা,
ওসব কুড়াবার সময় নেই ব্যাস্ত বলয়ে মগ্ন মেয়ে
বায়বীয় স্বপ্নে দিয়েছে ডুব চাপা জল জোছনায় নেয়ে।
সে বন্যাব্যাকুল স্বপ্ন পোষে ভালবাসা বুঝি ডুবো জাহাজ
কালো গোলাপের ঐশী কুসুম দূঃখের গহীন কারুকাজ,
জীবন ক্ষয়ে যায় কষ্ট রয়ে যায় বয়ে যায় বেলা
হৃদয়ের চিলতে উঠোনে বৃষ্টি ঝরে বিষন্ন ফসলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।