বাংলা এ ব্লগে লেখালেখির সুযোগ পেলে আমি আমার কাঙ্কিত পথে পৌছব আশা করছি
আজকালকার যুগটাই হয়ে পড়েছে ইন্টারনেট নির্ভর। ছেলেমেয়েরা সারাদিন ডুবে থাকে এই নেটে। জানিনা বাপু তারা এত কি মজা পায়, তারাই জানে। শুনেছি এর অনেক সুফল আছে। পরীক্ষার ফল দেখা, পত্রিকা পড়া, ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ব্লগে লেখালেখি করা, বই পড়া, দেশ-বিদেশে তথ্য আদান প্রদান করা, ইত্যাদি সুফল পাওয়া যায়।
আবার, এর
কূফল রয়েছে অনেক। কূরুচি পূর্ণ ছবি দেখা, ভিডিও ডাউনলোড করা, হিংসার
বশবর্তী হয়ে কারও কূরুচি পূর্ণ ভিডিও নেটে ছেড়ে দেওয়া ইত্যাদি অসামাজিক
কর্মে লিপ্ত হওয়া যায় এই নেটের মাধ্যমে। পাঠক!!!!!!! তাই আমার অনুরোধ
আপনাদের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখুন তারা যেন ইন্টারনেটের ভাল দিকটা কাজে লাগায় এবং খারাপ দিকটা বর্জন করে চলে। তবেই আমাদের সম্ভব হবে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়ার। তাই আসুন, আমরা এর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে উন্নতির পথে ত্বরান্বিত করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।