নাজমুল ইসলাম মকবুল
বিশ্বের অধিকাংশ মানুষ মনে করে অ্যাসাঞ্জ অপরাধী নন
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অপরাধী হিসেবে মনে করে না বিশ্বের বেশির ভাগ মানুষ। তারা মনে করে, মার্কিন গোপন দলিল ফাঁসের ঘটনায় জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগ আনাটা ঠিক নয়।
সারা বিশ্বের ২৪টি দেশে জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করেছে ইপসোস নামের একটি প্রতিষ্ঠান। এতে দেখা গেছে, ৭৯ শতাংশ লোক উইকিলিকসের ব্যাপারে জানে।
জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ মানুষ মনে করে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক হবে না। তিন-চতুর্থাংশ উইকিলিকসের তথ্য ফাঁসের বিষয়টি সমর্থন করে।
অবশ্য জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। ৬১ শতাংশ মার্কিনি উইকিলিকসের তথ্য ফাঁসের কর্মকাণ্ডবিরোধী।
উইকিলিকস এ পর্যন্ত ২৫ হাজার গোপন মার্কিন তারবার্তা প্রকাশ করেছে।
তবে গত বছরের শেষ দিকে যেসব তথ্য ফাঁস করেছে, সেগুলো ছিল সবচেয়ে বিব্রতকর।
ইপসোসের জরিপে ১৮ হাজার ৮২৯ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেয়। ২ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনে এ জরিপ পরিচালনা করা হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে এই জরিপ চালানো হয়। টাইমস অফ ইন্ডিয়া।
সুত্র: প্রথম আলো
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।