লিমনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী-'স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, র্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমনের ব্যাপারে তাঁর কিছুই করার নেই। এটি পুরোপুরি আদালতের বিষয়। এ বিষয়ে যা ফয়সালা, তা আদালতই দেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ পুরো ঘটনা তদন্ত করেই অভিযোগপত্র দিয়েছে। এখন সে অনুযায়ী এর বিচার চলবে।
লিমন সন্ত্রাসী কি না, জানতে চাইলে সাহার খাতুন বলেন, ‘এ বিষয়ে আদালতই বলবেন।’ এ বিষয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা মনে করি না।’
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। '-প্রথম অালো
লিঙ্ক:http://www.prothom-alo.com/detail/date/2011-04-28/news/150286
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।