আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুততম মানবী বিউটি নিষিদ্ধ! নোয়াখালীর ডিসির হুমকি : মাঠে ঢুকলেই গ্রেফতার

আমি বাংলার...।
দেশসেরা অ্যাথলেট ও সাফ গেমসে দেশের পক্ষে ৪০০ মিটার দৌড়ে ও রিলেতে রৌপ্যজয়ী দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি ও ১১০ মিটার হার্ডলসে রৌপ্যজয়ী সুমিতা রানী দের নোয়াখালী স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভায় ডিসি এ ঘোষণা দেন। গত সোমবার দেশের কৃতী খেলোয়াড়দের স্টেডিয়ামে বাণিজ্য মেলা বিরোধী মানববন্ধনের ব্যাপারে কঠোর সমালোচনা করে ডিসি বলেন বলেন, এরা কে? এদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। সভায় টেবিল চাপড়িয়ে হুমকি দিয়ে তিনি বলেন, নোয়াখালী স্টেডিয়ামে খেলোয়াড়রা প্র্যাকটিস করতে ঢুকলে গ্রেফতার করা হবে।

স্টেডিয়াম হচ্ছে খেলার জায়গা প্র্যাকটিস করার জায়গা নয়, প্র্যাকটিস করলে মাঠ নষ্ট হয়ে যায়, ওরা যে আমার অনুমতি ছাড়া গত সাত মাস প্র্যাকটিস করছে এটা অবৈধ বরং এর জন্য শাস্তি পাওয়া উচিত। নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম আরও বলেন, 'জাল যার, জলাশয় তার'_ এ নীতি খেলোয়াড়দের জন্য প্রযোজ্য নয়; খেলোয়াড়দের জন্য খেলার মাঠ হলে আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে পিতা। পিতার অনুমতি ছাড়া মাঠে ঢুকলেই অ্যারেস্ট করব, প্রয়োজনে কঠোর শাস্তি দেওয়া হবে। দেশসেরা অ্যাথলেট ও সাফ গেমসে দেশের পক্ষে ৪০০ মিটার দৌড়ে ও রিলেতে রৌপ্যজয়ী নাজমুন নাহার বিউটি ও ১১০ মিটার হার্ডলসে রৌপ্যজয়ী সুমিতা রানী দের নাম উল্লেখ করে টেবিলে চাপ্পড় মেরে বলেন, এদের নোয়াখালী স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না, প্র্যাকটিস করতে হলে এরা ঢাকা গিয়ে করুক। এ বছর তো এরা নোয়াখালীর পক্ষে খেলেনি, বিজেএমসি না কার পক্ষে খেলেছে সেখানে গিয়ে অনুশীলন করুক।

নাজমুন নাহার বিউটি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, 'সোমবার রাত সাড়ে ৯টায় ডিসি সিরাজুল ইসলাম মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেন, কেন মানববন্ধন করা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে কেন কথা বলেছি? ৩ দিনের মধ্যে আমাদের স্যার ও কোচ রফিক উল্যা আক্তার মিলনের চাকরি খেয়ে ফেলবেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে দুস্থ ও কৃতী খেলোয়াড় হিসেবে আমার ও জেসমিনের জন্য বরাদ্দকৃত সামান্য জমিটুকু দেবেন না, প্রয়োজনে তিনি আরও কঠোর হবেন। পত্রিকার সব নিউজ বন্ধ করতে হবে। না হলে নোয়াখালীর কোনো মাঠে ঢুকতে দেওয়া হবে না। ' আন্দোলনরত খেলোয়াড়রা সাংবাদিকদের বলেন, ডিসি নিজেকে পিতা দাবি করেছেন এটা হাস্যকর। যিনি জন্ম দেন তিনি পিতা, ডিসি অভিভাবক হতে পারেন; তবে যিনি অন্যায়ের প্রতিবাদ করলে ও মাঠে খেলতে চাইলে গ্রেফতারের হুমকি দেন তিনি অত্যাচারী ।

সুত্রঃ http://www.bangladesh-pratidin.com
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.