প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশএবল এ বিষয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই তালিকার শীর্ষস্থানটি দখল করতে পারেনি। তালিকায় অষ্টম স্থানে রয়েছে দেশটি।
তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান এবং সুইজারল্যান্ড। দেশ দুটি এক তৃতীয়াংশ অধিবাসী দ্রুততম ইন্টারনেট ব্যবহার করে।
স্ট্যাটিস্টার চার্টে মোট ১০টি দেশের নাম তুলে ধরা হয়েছে। চতুর্থ, পঞ্চম এবং সপ্তম স্থানে রয়েছে, লাটভিয়া, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক। এর পরে উঠে এসেছে বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।