আমাদের কথা খুঁজে নিন

   

সুখে দুখে আমার জীবন যেন পার হয় সিগনালে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কসম সেই ট্রাফিক সিগন্যালের বন্দনা করি সমবেত রিকশা, বাস, গাড়ি আর মটর বাইকের তাদের আরোহী, নির্মাতা এবং নিয়মিত পরিচর্যাকারীদের সকল শুভানুধ্যায়ী, প্রেমিক এবং বিরুদ্ধবাদীদের সড়ক এবং অভ্যন্তরে বহমান সকল গ্যাস, বিদ্যুত লা্ইনের উপরে সজ্জিত সকল বিলবোর্ড আর স্যাটেলাইট কেবলের ভিক্ষুক আর ফেরিওয়ালাদের পেট ফুলিয়ে বসে থাকা মোটা মোটা যাত্রীদের খোলা ডেইলী স্টারের পৃষ্ঠার আর বাসের ভেতরে সহজ নামাজ শিক্ষার কসম সেই ট্রাফিক পুলিশের বন্দনা করি তাদের পোষাকের, বেল্ট আর বাঁশির পকেট, ব্যাজ আর শক্তপোক্ত বুটের নাক পেঁচিয়ে রাখা একটুকরো কাপড়ের চোখের সামনে দিয়ে হাপিস হয়ে যাওয়া ট্রাকের ধুলোর, পেট্রোল পোড়া গন্ধের বেয়াড়া প্রাইভেট কারের দিকে ক্রুদ্ধ তাকিয়ে থাকা চোখের সুখে দুখে আমার জীবন যেন পার হয় সিগনালে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।