আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের কবিতা-১



প্রথম যখন । । অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রথম যখন দেখা হয়েছিলো, কয়েছিলে মৃদুভাষে 'কোথায় তোমারে দেখেছি বলো তো,- কিছুতে মনে না আসে। . .কালি পূর্ণিমা রাতে ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে? মোর জীবনের হে রাজপুত্র, বুকের মধ্যমণি, প্রতি নিঃশ্বাসে শুনেছি তোমার স্তব্ধ পদধ্বনি! তখনো হয়তো আঁধার কাটেনি,-সৃষ্টির শৈশব,- এলে তরুণীর বুকে হে প্রথম অরুণের অনুভব!' . .আমি বলেছিনু, 'জানি, স্তব গুঞ্জন তুলি তোরে ঘিরে হে মোর মক্ষীরানি!' যাপিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন, দু-চোখে দু-চোখ পাতিয়া শুধালে, 'কোথা ছিলে এতদিন?' . .লঘু দুটি বাহু মেলে মোর বলিবার আগেই বলিলে: 'যেয়ো না আমারে ফেলে। ' আজি ভাবি বসে বহুদিন পরে ফের যদি দেখা হয়, তেমনি দু-চোখে বিশ্বাসাতীত জাগিবে কি বিস্ময়? . .কহিবে কি মৃদুহাসে, 'কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে!!' ______________________________________ কিছু কথা: "প্রেমের কবিতা" নামে ১৩৭০ সনের এই কবিতা সংকলনের বেশির ভাগ কবিতাই অসম্ভব মাতায় আমাকে।

বইটি আমার সংগ্রহে না থাকায় ভাবনাতে থাকলেও আপনাদের মাঝে ভাল লাগা কবিতা গুলো শেয়ার করতে পারি নাই এতোদিন। গতকাল বিকেলে হঠাৎ করে পেয়ে গেলা বইটি । সংগ্রহটি অযত্নে এত পুরাতন হয়ে গেছে যে পৃষ্ঠা ভাঁজ করতে গেলে তা ভেঙে যায়। চেষ্টা করবো নিয়মিত প্রেমের কবিতা বিভাগ থেকে সংকলনটির ভাল লাগা কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। ভাল থাকবেন সবাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.