যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়
প্রেমের কবিতা
কত দিন হলো
প্রেমের কথা মুখে আনিনি।
ফুলবাড়ী আর রাজপথে নৃশংসতা দেখার পর
অনেকেরই জীবন ওলট পালট হয়ে গেছে।
তবু তো বেঁচে থাকতে হবে,
এখনও বেঁচে আছি যখন!
আর, বাঁচতে হলে
ক্ষুধা-তৃষ্ণা-সুখ-দুঃখ
এসব তো আসবেই।
সঙ্গে অমোঘ আসার কথা 'প্রেম'!
তায় বসন্ত কাল জানান দিয়ে চলে গেল!
কোথায় প্রেমের কবিতা?
প্রেয়সীর হাত ধরতে গিয়ে---
নিজের থেকেই হাতটা মুঠো হয়ে
আকাশে উঠে যায় ধিক্কারে।
ওষ্ঠাধর চুম্বন করতে গিয়ে দেখতে পাই
ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে।
শরীর স্পর্ষ করতে গিয়ে চোখে ভেসে ওঠে
সর্বাঙ্গে নির্যাতনের চিহ্ন।
*********************************************
সুখী গৃহকোণে
এঁরা দাঁড়িয়ে আছে উচ্চবিত্ত হবার
এস্কালেটরে নিরন্তর এগিয়ে যাবার স্রোতে
সুখী গৃহকোণ এঁদের ঠিকানা
নষ্ট কবি এদের দেখতে পায়
পীক-আওয়ারের কাউন্টার বাসে
বাড়ী টু অফিস
অফিস টু বাড়ী
একটু ফাঁকা পেলেই
শপিং মল নয়তো কোনো
ঝাঁ চকচকে মালের দোকান
বাড়ী ফেরার পথে বাইপাসের ধারে সস্তায়
ফুলকপি কিনতে গিয়ে
অথবা জব-সাইটে জগাদার চায়ের দোকানেও
ক্রেডিট কার্ড ফেসিলিটি চাই
টিফা-ট্রানজিট-গ্যাস রপ্তানী-শ্রমিক বিদ্রোহ?
ওই তো বামপন্থীদের জন্যই যত গণ্ডোগোল
উন্নয়ন ছাড়া কি হবে দেশের বলুন তো
মার্কিন সাম্রাজ্যবাদ-ভারতীয় সম্প্রসারণবাদ?
নো কমেন্টস
ক্রসফায়ার?
ওটা আবার কোন ব্র্যাণ্ড
আমরা তো ভাই ব্র্যাণ্ড ডিজিটাল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।