আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কিন্তু, পইড়া রইলাম পরের দেশে। আপসোস !! আমি একটি লাইভ স্ট্রিম টিভি থেকে ভিডিও ফুটজ ডাউন করতে চাচ্ছি । ইতিমধ্যে আমি অনেক সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছি । যেরকম কেমওলেট, কেমরেকর্ডার ইত্যাদি । কিন্তু এদের মধ্যে একটা একটা ভুল ছিলই ।
কোনটা সাউন্ড বা কোনটা ভিডিও সাপোর্ট নিয়ে সমস্যা করেছে । কিছু সফটওয়্যার টিভি কার্ড চায় তবে আমার কাছে টিভি কার্ড নাই ।
এখন কি করব বুঝতে পারছি না, অতীব জরুরী ।
তাছাড়া আমি ডেস্কটপে রেকর্ড করা যায় এগুলোও ট্রায় করেছি কিন্তু যে লাউ সেই কদু । ভিডিও ও অডিও কম্বাইন্ড হচ্ছে না হলেও খুব বাজে ভিডিও কোয়ালিটি ।
অনেক কাপতে কাপতে আসে ।
কারউ জানা থাকলে একটু আওয়াজ দিবেন । ডেস্কটপ ভিডিও রেকর্ডার হলেও চলবে ।
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।