শুক্রবার দুপুরে ভাষাণচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রায় দুই হাজার বই উদ্ধার করে উপজেলা প্রশাসন।
এসব বই বিক্রির জন্য পাঁচটি বস্তায় ভরে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে উপাজেলা প্রশাসনকে খবর দেয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বশীর শরীফ।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কৌশলে পালিয়ে যান। উদ্ধার করা বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।
বশীর শরীফ জানান, বই বিক্রির ঘটনাটি বিভাগীয়ভাবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।