আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামবাসী রুখে দিল হিল্লা বিয়ে

আমি বাংলার...।
স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফতোয়াবাজদের রুখে গ্রামবাসী একটি হিল্লা বিয়ে বন্ধ করে দেয়ায় ফতোয়ার ছোবল থেকে রক্ষা পেয়েছে এক দম্পতি। শুক্রবার বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গার কুটি গ্রামে এ হিল্লা বিয়ে বন্ধ করা হয়। হিল্লা বিয়ে থেকে মুক্ত হয়ে স্বামী স্ত্রী পূর্বের মতো নির্বিঘন্যে ঘরসংসার করছে। জানা যায়, বুড়াবুড়ির জলঙ্গার কুটি গ্রামের মজিবর রহমানের মেয়ে দুলালী বেগমের সাথে একই উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘল হাইল্যা ঠুটিয়ার পাড় গ্রামের মজিবর রহমানের ছেলে মুকুল মিয়ার বিয়ে হয় প্রায় ১৩ বছর পূর্বে ।

দুলালী দু’সন্তানের জননী। প্রথম সন্তানের বয়স ৯ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ৫ বছর। পারিবারিক কলহের জের ধরে পনের দিন আগে মুকুল তার স্ত্রীকে মুখে তালাক উচ্চারণ করে। এ খবর পৌঁছে যায় গ্রামের মাতবর মজিবর দেওয়ানী, সাইফুল ইসলাম ও প্রাক্তন ইমাম মহুবর আলীসহ কয়েকজন ফতোয়াবাজের কাছে। তারা মুহুর্তেই মুকুলের বাড়িতে গিয়ে তালাক কার্যকর হয়েছে দাবীকরে দুলালীকে বাড়ি থেকে বের করে দেয়।

দুলালী দাদা শ্বশুড় জব্বারের বাড়িতে আশ্রয় নেয়। মুকুল ফতোয়াবাজদের এ সিদ্ধান্ত না মানায় তাকেও একঘরে করে রাখে। এর এক পর্যায়ে ২ হাজার টাকার বিনিময়ে হিল্লা বিয়ে ঠিক করে। এতে বাধা দেয় গ্রামবাসী, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ব্র্যাক মানবাধিকার-আইন সহায়তা কর্মকর্তা সুফিয়া বেগম। ব্র্যাকের উদ্যোগে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক, মেম্বার হাসান আলী , আবুল হোসেন মেম্বার ও আপগ্রেড সেবকের উপস্থিতিতে হাতিয়া ইউনিয়ন পরিষদে সালিস বৈঠকের মাধ্যমে মুকুল ও দুলালীকে বৈধভাবে ঘরসংসার করার অধিকার প্রদান করা হয়।

হাতিয়া ইউনিয়নের মেম্বার আবুল হোসেন ও মেম্বার হাসান আলী জানান, মুখের কথায় তালাক হয় না। ফতোয়া প্রদানকারীর বিরুদ্ধে আদালতে শাস্তির বিধান আছে। একারনে মুকুল ও দুলালীকে ফতোয়ার হাত থেকে রা করার দায়িত্ব ছিল আমাদের। চেয়ারম্যান এমদাদুল হক জানান, তারা না জেনে ফতোয়া দিয়েছিল। পরে নিজেদের ভূল বুঝতে পারায় গ্রামের মানুষ তাদের মাফ করে দেয়।

সুত্রঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.