আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভ জানালেন গোলাম আজমের গ্রামবাসী

দুনিয়াতে ভাল মানুষের খুবই অভাব। তাইতো ভাল মানুষ সাজা অনেকেরই স্বভাব। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধ অপরাধ মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার নিজ গ্রাম বীরগাঁওয়ের মানুষ। দ্রুত এ বিচারের মাধ্যমে জন্মভূমিকে কলঙ্কমুক্ত করতে চান তারা। আর সেখানকার মুক্তিযোদ্ধারা চান মৃত্যুর আগে এ বিচার দেখে যেতে।

উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ১৯৭১ সাল চারদিকে যুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের নেতৃত্বে রাজাকার, আলবদররা ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো দেশকে বিরান ভূমিতে পরিণত করে। বিজয়ের ৪১ বছর পর যার সাক্ষী হয়ে আছে শহীদ মুক্তিযোদ্ধাদের অসংখ্য গণকবর আর বধ্যভূমির স্মৃতি চিহ্ন। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ২৫ কিলোমিটার দূরে নবীনগর উপজেলায় গোলাম আযমের গ্রাম বীরগাঁও।

বর্তমানে কেউ না থাকলেও স্বাধীনতার আগে তিনি এখানেই থাকতেন। গোলাম আযম সম্পর্কে জানতে চাইলে তার গ্রামের লোকেরাও স্বাধীনতা বিরোধী হিসেবে তার বিচারদাবি করেন। অনেক গ্রামবাসী জানান, তারা গোলাম আযমের গ্রামের বাসিন্দা বলে অন্যদের কাছে নিন্দিতও হন। সরকারের কাছে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন বাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ। সরকার যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করবে এমটিই আশা করছে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সাধারণ মানুষ।

http://somoynews.tv/details.php?id=7964  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।