আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বেতার সমাচার!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

বাংলাদেশ সরকার পরিচালিত রেডিও বাংলাদেশ বেতার। সারাদিন মানুষের জন্য নানা অনুষ্ঠান মালা প্রচার করে থাকে। আজ এই বেতার থেকে আমার এক বন্ধু আমার সাথে দেখা/ খোশগল্প করার জন্য এসেছিল। ভীষন মন মরা দেখাচ্ছিলো। বাংলাদেশ বেতারে কাজ করে কেমন যেন তার হীন অবস্থা।

সালাম কুশলের পর জানালো, আজকাল প্রচুর কাজ হচ্ছে। দিনে নানা অনুষ্ঠান তো আছেই, সাথে প্রায় প্রতিদিন ৬০/৭০টা গান রেকডিং হচ্ছে। আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছিলো। বলে কি! পর সমাচার জানালো, অনেক টাকা বাজেটের অব্যবহারিত হয়ে আছে। নূতন বাজেটের সময় এসে পড়েছে, এখন খরচ করে একাউন্স/ খাতা পত্র ঠিক করে ফেলতে হবে।

নুতবা আগামী বাজেটে টাকা কাট করা হবে। আর সে জন্য রাতদিন রেকডিং চলছে। টাকার শ্রাদ্ব হচ্ছে! রঙ চা গিলেও আমার মাথায় বার বার ঘুরে ঊঠছিল, ৬০/৭০টা গান! দেশে এত শিল্পী এল কি করে? হাসি মুখে তাকে বলি, কারা গাইছে? নীচের সব ক্যাটাগরীর শিল্পীরা। বেতারে এখন নাকি কোন ভাল এ গ্রেডের শিল্পীরা আর গান গাইতে যান না! কারা বাংলাদেশ বেতার শুনে, আমার প্রশ্নের জবাবে ও যা জানালো, তাতে আমি ভীষন হতাশ হয়ে পড়লাম। বাংলাদেশে এখন নাকি 'বাংলাদেশ বেতার' শুনার মত শ্রোতা নেই! আপনাদের কি ধারনা! ** ভাল সাজেশনঃ আপনি যদি হালকা পাতলা গাইতে পারেন, তবে এক্ষুনি শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতারে চলে যান।

এ সুযোগ হয়ত আর আসবে না! প্রতিগানে দুইশত টাকা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.