আমাদের কথা খুঁজে নিন

   

পান্না মাস্টারের কুকামের ভিডিও আছে? থাকলে শেয়ার করেন।

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

কুস্টিয়ায় পান্না মাস্টারের নাকি অনেক কুকামের ভিডিও আছে মার্কেটে ! কারো সংগ্রহে থাকলে, শেয়ার করেন। সবাই ক্রোধে ফেটে পড়লেন নিশ্চই এই পোস্ট দেখে? ভাবছেন আচ্ছা তো ধীবর এত লুল, বদমাইস হ্যান ত্যান। আরো কিছু বাজে গালিও দিলেন। আপনাদের হক আছে গালি দেবার। ঠিকই তো ! অসহায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সম্ভ্রমহানির ভিডিও দেখার জন্য যে স্ট্যাটাস দিতে পারে, সে মানুষ হতে পারে না।

আপনি নিজেও কি মানুষ বলে মনে করেন নিজেকে? এই রকম ডাইরেক্ট প্রশ্নের উত্তরে আপনাদের সবাই এক বাক্য বলবেন, হ্যা অবশ্যই। আমরা প্রতিবাদ করেছি ফেবুকে, ব্লগে। তীব্র নিন্দা জানিয়েছি। হাহাহা। আচ্ছা ! আপনাদের নিন্দায় যেন অপরাধীদের কারো কিছু যায় আসে।

বস্তুত যারা এই ধরণের অপরাধের সাথে জড়িত তারা কেউ ফেবু ব্লগ পড়ে না। পড়লেও কেয়ার করে না। আপনাদের নিন্দায় পরিমলে কি ছিড়েছে, সেটা তো দেখতেই পারছেন। উহু, দেখতেও পারছেন না, কারণ আপনারা জানেন না পরিমল কোথায় ! তার বিচারের কথাও কেউ তুলছেন না। আমার একটাই স্বপ্ন।

যেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সত্যিকারের কিছু উত্তরসুরির উদ্ভব হয়। যারা এই ধরণের অপরাধীদের গলায় ছুড়ি চালিয়ে ধড় টুকু প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখবে। কারণ এই পাশবিক মনবৃত্তি সেই ধর্ষক পাকিস্থানিদের নস্ট বীর্যের ফসল ছাড়া অন্য কেউ নয়। কেউ আবার যেন বলবেন না যে, "দাড়ান, আইন হাতে তুলে নেবেন না। " কারণ আমাদের দেশে আইন থাকলেও প্রয়োগ করার মত মানসিকতা কারো নেই।

পুলিশ থেকে শুরু করে আইন আদালত, সবার নৈতিকতা নিয়ে প্রশ্ন করার ধৃস্টতা দেখাচ্ছি, কারণ নিপীড়িতদের পক্ষ্যে কোনদিন আইন আদালত দাড়ায়নি। যদি দাড়াতোই তাহলে ধর্ষক মানিক আর শাকিলের প্রোমোশন হতো না। আর গ্রেফতার হবার মাত্র কয়েকদিনের মধ্যেই পরিমলকে ছাত্রলিগ নামের ধর্ষক সন্ত্রাসিরা জেল হাজতে গিয়ে পোলাও কোর্মা খাইয়ে আসতো না। নপুংশক নয়, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.