আমাদের কথা খুঁজে নিন

   

আমিনীকে লালদীঘির ময়দানে এনে দিগম্বর করে দোররা মারা উচিত, - মহিলা এমপি



আমিনীকে লালদীঘির ময়দানে এনে দিগম্বর করে দোররা মারা উচিত। বলেছেন চেমন আরা তৈয়ব মহিলা এমপি জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আমার দেশ, ২২/০৪/২০১১ এখন কথা হলো দোররা মারা হয় যেনা ব্যাভিচার করলে। আমিনি কোথায় কার সাথে যেনা ব্যাভিচার করেছে তার কোন সংবাদ আর কেউ জানেনা , জানে শুধু চেমন আরা। তিনি আবার দোররা মারার দাবী ও জানিয়েছেন। আল্লারে আল্লাহ এসব কি শুনছি। কিছুই বুঝিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।